লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত ল্যাপটপ লঞ্চ করে চমকে দিল Lenovo, দাম কত জানেন | Lenovo Yoga Air X AI Yuanqi Edition Launched

Published on:

স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরার চল অনেক বছর আগেই শুরু হয়েছে। এবার ল্যাপটপেও এই বৈশিষ্ট্য যুক্ত হল৷ বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে ওয়েবক্যাম দিয়ে ল্যাপটপ লঞ্চ করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে লেনোভো। চাইনিজ সংস্থার নতুন এই মডেলটির নাম Lenovo Yoga Air X AI Yuanqi এডিশন। ল্যাপটপটির ওজন মাত্র ১.২৩ কেজি। আন্ডার-ডিসপ্লে ওয়েবক্যাম, স্লিম ও লাইটওয়েট ডিজাইন ছাড়াও একাধিক চমক রয়েছে এই ডিভাইসে।

Lenovo Yoga Air X AI Yuanqi এডিশনের ফিচার্স ও স্পেসিফিকেশন

লেনোভোর এই ল্যাপটপে একটি ১৪ ইঞ্চি ৪K ওলেড টাচস্ক্রিন রয়েছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ডলবি ভিশন সমর্থন করে এবং ১০০ শতাংশ এসআরজিবি, পি৩, এবং অ্যাডোবি আরজিবি কালার গ্যামাট কভার করে। নীল আলোর নির্গমন কমিয়ে চোখ রক্ষার জন্য টিইউভি রেইনল্যান্ড সার্টিফায়েড আই-কেয়ার প্রযুক্তি রয়েছে। ডিভাইসটির বিশেষত্ব হল ৩২ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ওয়েবক্যাম , যা উচ্চমানের ভিডিও কল প্রদানের পাশাপাশি পূর্ণ-স্ক্রিন অভিজ্ঞতা বজায় রাখে।

READ MORE:  Samsung Republic Day Sale 2025: দারুন সুযোগ, Samsung Republic Day Sale উপলক্ষে অবাক করা ছাড় ও অফার | Samsung republic day sale 2025 offer earbuds smartwatch & smartphones

লেনোভোর নতুন ল্যাপটপ ইন্টেল কোর আল্ট্রা ৭ ২৫৮ ভি প্রসেসর দ্বারা চালিত। সাথে ১ টেরাবাইট পিসিআই জেন ৪ এসএসডি ও ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম রয়েছে। প্রসেসরটি এআই-চালিত কাজগুলিকে উন্নত করে, এফিসিয়েন্সি বাড়ায়, এবং গ্রাফিক্সের কর্মক্ষমতা বৃদ্ধি করে। স্লিম ও লাইটওয়েট ডিজাইন সম্ভব হয়েছে মিনি মাদারবোর্ড ও স্থান অনুকূল করার জন্য একটি অতি-কম্প্যাক্ট কব্জার ব্যবহারে।

READ MORE:  HMD লঞ্চ করল Amped Buds, Fusion X1, কিপ্যাড ফোন-সহ একাধিক ডিভাইস

অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, ৭৫ ওয়াট আওয়ার ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ডলবি অ্যাটমস, স্মার্ট এএমপি প্রযুক্তি ও এআই-চালিত নয়েজ রিডাকশন সমন্বিত ১০ ওয়াটের কোয়াড স্পিকার সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং রিয়েল টাইম ভয়েস রিকগনিশন, এআই ট্রান্সলেশন, ও ডকুমেন্ট সামারির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স।

Lenovo Yoga Air X AI Yuanqi এডিশনের দাম

Lenovo Yoga Air X AI Yuanqi এডিশন চীনে ৩২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। দাম ১৪,৯৯৯ ইউয়ান রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮০,০০০ টাকা। এটি ভারত বা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে এখনও জানা যায়নি।

READ MORE:  সবচেয়ে সস্তায় ট্রান্সপারেন্ট ডিজাইন সহ ইয়ারবাড লঞ্চ করল Truke, প্রথম সেলে ২০০ টাকা ছাড়

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.