লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিশ্বের প্রথম সোডিয়াম-আয়ন ব্যাটারির 9000mAh পাওয়ার ব্যাংক লঞ্চ করল জাপানি সংস্থা Elecom

Published on:

অঙ্কিতা মন্ডল, কলকাতা: জাপানের আনুষাঙ্গিক নির্মাতা প্রতিষ্ঠান ইলিকম (Elecom) সম্প্রতি বিশ্বের প্রথম সোডিয়াম-আয়ন পাওয়ার ব্যাংক লঞ্চ করল বাজারে। ‘না প্লাস’ (Na Plus) নামে পরিচিত এই পাওয়ার ব্যাংকটির ক্ষমতা ৯,০০০এমএএইচ। বর্তমানে যে ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাংক পাওয়া যায়, তার তুলনায় এর জীবনচক্র প্রায় দশগুণ বেশি বলে দাবি করেছে কোম্পানি।

Elecom Na Plus পাওয়ার ব্যাংকের দাম

এই পাওয়ার ব্যাংকে রয়েছে USB-C PD পোর্ট, যা ৪৫ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। যেখানে USB-A পোর্ট ১৮ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ডিভাইসটির ওজন ৩৫০ গ্রাম। সাধারণ লিথিয়াম চালিত ব্যাটারির চেয়ে কিছুটা বেশি। এই না প্লাস পাওয়ার ব্যাংক হালকা ধূসর এবং কালো দুটি রঙে পাওয়া যাবে। Elecom Na Plus এর দাম ৯,৯৮০ ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৭৫০ টাকা। বিশ্ব বাজারে কবে থেকে এর বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  সস্তায় ২০০০০mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করে চমক দিল Ambrane

এই পাওয়ার ব্যাংকের বিশেষত্ব কী?

এই পাওয়ার ব্যাংকের সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হল চরম তাপমাত্রার মধ্যেও কাজ করতে পারে। যেখানে লিথিয়াম-আয়ন সেলগুলি ঠান্ডায় বন্ধ হয়ে যায়, এটি হাড় কাঁপানো ঠান্ডায় (-৩৫° সেলসিয়াস (-৩১°ফারেনহাইট) বা ৫০°সেলসিয়াস (১২১°ফারেনহাইট) পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে। তুষারপাত হোক বা মরুভুমি যেকোনও রকম কঠিন জলবায়ুতে ডিভাইস চার্জ করার জন্য কাজে আসতে পারে এই পাওয়ার ব্যাংক।

READ MORE:  Whoop ৪.০: পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির হাতে দেখা গেল রহস্যময় ব্যান্ড, এটি কী কাজ করে জানলে চমকে যাবেন | Virat Kohli Screenless Band

বস্তুত, এই ৯০০০mAh ব্যাটারির পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জযুক্ত অবস্থায় একটি ১৮০০mAh স্মার্টফোনের ব্যাটারিকে প্রায় ২.৯ গুণ এবং একটি ৩০০০mAh স্মার্টফোনের ব্যাটারিকে প্রায় ১.৭ গুণ গতিতে চার্জ করতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.