বিশ্বের প্রথম সোডিয়াম-আয়ন ব্যাটারির 9000mAh পাওয়ার ব্যাংক লঞ্চ করল জাপানি সংস্থা Elecom
অঙ্কিতা মন্ডল, কলকাতা: জাপানের আনুষাঙ্গিক নির্মাতা প্রতিষ্ঠান ইলিকম (Elecom) সম্প্রতি বিশ্বের প্রথম সোডিয়াম-আয়ন পাওয়ার ব্যাংক লঞ্চ করল বাজারে। ‘না প্লাস’ (Na Plus) নামে পরিচিত এই পাওয়ার ব্যাংকটির ক্ষমতা ৯,০০০এমএএইচ। বর্তমানে যে ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাংক পাওয়া যায়, তার তুলনায় এর জীবনচক্র প্রায় দশগুণ বেশি বলে দাবি করেছে কোম্পানি।
এই পাওয়ার ব্যাংকে রয়েছে USB-C PD পোর্ট, যা ৪৫ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। যেখানে USB-A পোর্ট ১৮ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ডিভাইসটির ওজন ৩৫০ গ্রাম। সাধারণ লিথিয়াম চালিত ব্যাটারির চেয়ে কিছুটা বেশি। এই না প্লাস পাওয়ার ব্যাংক হালকা ধূসর এবং কালো দুটি রঙে পাওয়া যাবে। Elecom Na Plus এর দাম ৯,৯৮০ ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৭৫০ টাকা। বিশ্ব বাজারে কবে থেকে এর বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি।
এই পাওয়ার ব্যাংকের সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হল চরম তাপমাত্রার মধ্যেও কাজ করতে পারে। যেখানে লিথিয়াম-আয়ন সেলগুলি ঠান্ডায় বন্ধ হয়ে যায়, এটি হাড় কাঁপানো ঠান্ডায় (-৩৫° সেলসিয়াস (-৩১°ফারেনহাইট) বা ৫০°সেলসিয়াস (১২১°ফারেনহাইট) পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে। তুষারপাত হোক বা মরুভুমি যেকোনও রকম কঠিন জলবায়ুতে ডিভাইস চার্জ করার জন্য কাজে আসতে পারে এই পাওয়ার ব্যাংক।
বস্তুত, এই ৯০০০mAh ব্যাটারির পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জযুক্ত অবস্থায় একটি ১৮০০mAh স্মার্টফোনের ব্যাটারিকে প্রায় ২.৯ গুণ এবং একটি ৩০০০mAh স্মার্টফোনের ব্যাটারিকে প্রায় ১.৭ গুণ গতিতে চার্জ করতে পারে।
সুমন পাত্র, কলকাতা: Amazon নিয়ে এসেছে স্পেশাল সেল Electronics Premier League Sale। এই সেলে ব্র্যান্ডেড…
সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের…
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো…
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার…
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে মার্চ, শনিবার। শনিদেবের কৃপায় কেমন যাবে আপনার দিনটি? আজকের রাশিফল…
This website uses cookies.