ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে বিড়ালছানার প্রাণ বাঁচালেন BMW চালক, মন জিতলেন সবার

সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন BMW 3 সিরিজের চালক রাস্তার ধার থেকে একটি বিড়ালছানাকে উদ্ধার করছেন। ভিড় ট্র্যাফিকের মাঝেই প্রাণীটিকে দেখে অবিলম্বে তাকে উদ্ধার করেন তিনি। প্রায়শই দেখা যায়, মানুষ তাড়াহুড়ো করে এই প্রাণীগুলিকে অবহেলা করন। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম ওই চালক। ট্র্যাফিকের মাঝে দামি গাড়ি থামিয়ে অবলা প্রাণীটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

READ MORE:  এক চার্জেই কলকাতা থেকে দিঘা যাওয়া-আসা! Jio আনছে সাশ্রয়ী ইলেকট্রিক সাইকেল, জানুন দাম

যদিও ঘটনাটি ভারতে নয়, দেশের বাইরে ঘটেছে। ইনস্টাগ্রামে thesmartlocalth নামক চ্যানেলে পোস্ট করা হয়েছে এটি। ক্যাপশনের ভাষা দেখে বোঝা গিয়েছে, এটি থাইল্যান্ডের। ভিডিয়ো অনুযায়ী, চালক তার BMW 3 সিরিজ থেকে একটি শপিং ব্যাগ হাতে বের হচ্ছেন। তাকে একটি ছোট বিড়ালছানাটিকে উদ্ধার করতে দেখা যাচ্ছে।

বিপরীত পরিস্থিতিতে অর্থাৎ যদি বিড়ালছানাটি রাস্তায় থেকে যেত, তাহলে গাড়ির ধাক্কায় পড়ে যাওয়ার ঝুঁকি থাকত। তাছাড়া, এটি ট্র্যাফিক চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে। তাই, তিনি বিষয়টি তাঁর নজর এড়ায়নি। নিজের হাতে বিড়ালছানাকে উদ্ধার করার নেওয়ার সিদ্ধান্ত নেন।

চালককে, তাঁর লেনের যানজট থামিয়ে বিড়ালছানাটিকে ক্যারি ব্যাগে ভরতে দেখা গিয়েছে। পিছনের ড্রাইভারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সে গাড়ির ভিতরে বসে গাড়ি স্টার্ট দেন। ইন্টারনেট ওই চালকের প্রতি প্রশংসায় ভরে উঠেছে। তাঁর পরিচয় হিসাবে অনেকে মন্তব্য করেছেন, যে তিনি হলেন স্টারপ্রিন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের কর্পোরেট কমিউনিকেশনের পরিচালক খুন সিয়াম সেথাবুতর। নেটিজেনরা তাঁর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বর্ষণ করছেন।

READ MORE:  WhatsApp: গোপনে কে নজর রাখছে আপনার উপর? জানিয়ে দেবে WhatsApp এর এই ফিচার | Whatsapp location tracking feature

Scroll to Top