ব্যাংকে ৫ লাখের বেশি জমা? আপনার টাকা ঝুঁকিতে! জেনে নিন RBI-এর নিয়ম
আজকের দিনে বিনিয়োগের প্রসঙ্গ এলেই বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিট (FD)-এর দিকেই ঝোঁকেন। এটি নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে অনেকেই জানেন না যে, ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি রাখা বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। কেন? আসুন বিস্তারিত জেনে নিই।
ভারতের ব্যাংকিং ব্যবস্থা গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে ডিপোজিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) নামের এক বিশেষ ব্যবস্থা চালু করেছে।
DICGC হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) অধীনস্থ একটি সংস্থা, যা ব্যাংকে রাখা গ্রাহকদের টাকা বীমার আওতায় রাখে।
যদি কোনও ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহক ফেরত পাবেন।
৫ লক্ষ টাকার বেশি জমা থাকলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই।
ধরা যাক, আপনি একটি ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা রেখেছেন। যদি কোনও কারণে ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি শুধুমাত্র ৫ লক্ষ টাকা ফেরত পাবেন, বাকি ৫ লক্ষ টাকা হারানোর ঝুঁকি থাকবে।
অনেকেই দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য FD বেছে নেন, তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি—
একই ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি জমা রাখবেন না।
বিভিন্ন ব্যাংকে টাকা ভাগ করে রাখুন— এতে ঝুঁকি কমবে।
FD ছাড়াও অন্যান্য বিনিয়োগের মাধ্যম বেছে নিন— যেমন মিউচুয়াল ফান্ড, সোনা, সরকারি স্কিম, পোস্ট অফিস স্কিম ইত্যাদি।
যৌথ অ্যাকাউন্ট থাকলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন।
ফিক্সড ডিপোজিট নিরাপদ বিনিয়োগের বিকল্প হলেও, অতিরিক্ত টাকা একটি ব্যাংকে রাখলে আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। তাই DICGC-এর সীমা মেনে সঞ্চয়ের সঠিক পরিকল্পনা করুন এবং বিভিন্ন বিনিয়োগ মাধ্যম বেছে নিন— তবেই আপনার ভবিষ্যৎ থাকবে নিরাপদ!
বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায়…
প্রীতি পোদ্দার, কলকাতা: যোগ্য অযোগ্য নির্ধারণের ঠেলাঠেলির মাঝেই নিয়োগ প্রক্রিয়া (SSC Case) সংক্রান্ত মামলায় বড়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠেই ভাগ্য ফিরল KKR-র। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে তাণ্ডব দেখিয়ে জয়ে ফিরেছে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কাঁটায় কাঁটায় যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক বছর আগে কলকাতা হাইকোর্ট আগেই ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (SSC…
সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে হাফ ছেড়ে বাঁচলো সাধারণ মানুষ। সোনা ও রুপোর দাম একেবারে তলানিতে…
This website uses cookies.