লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ব্রাউজ করলেই মিলবে কয়েন! রিচার্জ, শপিং, সিনেমা সব কিছুই হবে জিও কয়েনে

Published on:

ডিজিটাল বিপ্লবের এক নতুন জগতে পা রাখল রিলায়েন্স। এবার দেশজুড়ে প্রযুক্তির জগতে চমক দিয়ে রিলায়েন্স বাজার নিয়ে আসলো জিও কয়েন (Jio Coin)। তবে সব থেকে মজার বিষয় হল, এখনো পর্যন্ত রিলায়েন্স কর্তৃপক্ষ এই কয়েনের ব্যবহার এবং বৈশিষ্ট্য নিয়ে কিছু জানায়নি। তবে জিও কয়েন ইতিমধ্যেই ক্রিপ্টো জগতে সাড়া ফেলে দিয়েছে।

কী এই জিও কয়েন?

রিলায়েন্সের টেক সাবসিডিয়ারি Jio Platforms Limited (JPL) এবং Polygon Labs মিলে ভারতের ডিজিটাল জগতে আনছে Web3 প্রযুক্তি। আর তারই ফলাফল এই জিও কয়েন। আসলে এটি একটি ব্লক-চেইন ভিত্তিক রিওয়ার্ড টোকেন।

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই কয়েন মূলত রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে, যারা জিওর নির্দিষ্ট অ্যাপ এবং ব্রাউজার ব্যবহার করেন। তবে শুধুমাত্র ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহারকারীরাই এই কয়েন পাবেন।

READ MORE:  চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, আপনি যোগ্য হলে এখনই এভাবে আবেদন করুন

জিও কয়েনের বর্তমান মূল্য

১৭ই এপ্রিল, ২০২৫ এর একটি তথ্য অনুযায়ী, একটি জিও কয়েনের বর্তমান মূল্য হতে পারে ২১.২৪ টাকা এবং এই কয়েনের মার্কেট ক্যাপ ৩,৭৩,১৭,৫১৭ টাকা। জানা যাচ্ছে, এখন মোট প্রচলিত কয়েন রয়েছে ১৯,০৮,১৩০ টি।

তবে ১৫ই এপ্রিল, ২০২৫-এর এক রিপোর্ট অনুযায়ী, তখন একটি জিও কয়েনের দাম ছিল ২১.৪৫ টাকা এবং মার্কেট ক্যাপ ছিল ৩,৭৬,৯৪,০০৭ টাকা। আর এটি দেখে বোঝাই যাচ্ছে, জিও কয়েনের মূল্য এখনো স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং এটি আস্তে আস্তে বাজারে প্রভাব বিস্তার করছে। 

জিও কয়েন কোথায় ব্যবহার করবেন?

বেশ কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, জিও কয়েন আপনি ব্যবহার করতে পারবেন জিও মোবাইল রিচার্জের ক্ষেত্রে, জিও স্মার্ট শপিং ডিসকাউন্টের ক্ষেত্রে এবং জিও সিনেমার সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে। এছাড়া ভবিষ্যতে আরো অনেক ডিজিটাল পরিষেবায় জিও কয়েন ব্যবহার করতে পারবেন।

READ MORE:  উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল বোর্ড, জানলে চমকে উঠবেন

জিও কয়েন কীভাবে আয় করা যাবে?

জিও কয়েন আয় করার জন্য Jio Biosphere নামে একটি ব্রাউজার অ্যাপ চালু করেছে। সেখান থেকে সরাসরি এই জিও কয়েন পাওয়া যাবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • সর্বপ্রথম প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে Jio Biosphere অ্যাপ ডাউনলোড করুন। 
  • অ্যাপটি ওপেন করে “I’m ready to browse” অপশনে ক্লিক করুন।
  • এবার উপরের বাম দিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। 
  • এরপর “Are you prepared to unlock rewards?” অপশনে ক্লিক করুন। 
  • এরপর “Sign in to Earn” অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার জিও নাম্বারটি দিয়ে ওটিপি জেনারেট করুন।
  • প্রাপ্ত ওটিপিটি ভেরিফাই করুন।
  • এরপর আপনার জিও কয়েন ওয়ালেট তৈরি হয়ে যাবে এবং এরপর থেকে Jio Biosphere ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই জিও কয়েন আয় করতে পারবেন।
READ MORE:  UPS: এপ্রিলেই সরকারি কর্মীদের খুলবে কপাল, DA বৃদ্ধির আগেই ৫০% অবধি বাড়বে পেনশন | From 1st April New Pension Scheme Will Started

তবে জিওর এই প্রকল্প সফল হলে এয়ারটেল, Vi-এর মত সংস্থাগুলিও একই রকম প্রকল্প চালু করতে পারে বলে আশা করা যাচ্ছে। Reliance Jio এই কয়েন সত্যিই বাজারে আনবে কিনা তা সময়ে বলা যাবে তবে। তবে জিও কয়েন বাজারে আসলে ভারতের ডিজিটাল ইকোসিস্টেমে নতুন দিক উন্মোচন হবে তা বলা যেতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.