ব্রাজিলের বিপুল জনপ্রিয় বাইক দেশে আনছে Honda, দুই রকম জ্বালানিতে চালাতে পারবেন
হোন্ডা ভারতে তাদের একটি নতুন বাইকের ডিজাইন পেটেন্ট জমা করল হোন্ডা। এই মোটরসাইকেলটি হল Honda CG 160। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে – কার্গো এবং টাইটান। নকশা দেখে অনুমান, কার্গো মডেলের পেটেন্টই জমা করেছে কোম্পানি। তবে ভারতে এই বাইকের কোন ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। জল্পনা, লঞ্চ হলে বাইকটির টাইটান ভ্যারিয়েন্টই বাজারে আসবে। এটি কোম্পানির নতুন ১৬০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল।
পাঠকদের জানিয়ে রাখি, ব্রাজিলের অন্যতম জনপ্রিয় তথা দক্ষিণ আমেরিকার দেশটিতে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকগুলির মধ্যে একটি হল এই হোন্ডা সিজি ১৬০। বর্তমানে এই দেশে মোটরসাইকেলের নবম প্রজন্মের মডেল বিক্রি হচ্ছে। ২০১৫ সাল থেকে ব্রাজিলিয়ানদের কাছে অন্যতম জনপ্রিয় বাইক এই হোন্ডা সিজি ১৬০।
এই বাইকটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি পেট্রল এবং ইথানল দুই জ্বালানিতেই চলে। পেট্রল ভার্সনে সর্বাধিক ১৪.৪ হর্সপাওয়ার এবং ১৩.৮ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। ইথানল ভার্সনে সর্বাধিক ১৪.৭ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে বাইকটি। এতে ফুয়েল ইনজেকটেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, সঙ্গে পাঁচ স্পিড গিয়ারবক্স। হোন্ডা সিজি ১৬০ মডেলে ইলেকট্রিক স্টার্টার অপশন পাওয়া যাবে।
ডায়মন্ড ফ্রেম দিয়ে তৈরি এই বাইক। সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার। ১৪ লিটার ফুয়েল ক্যাপাসিটি এবং ২.৫ লিটার রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি রয়েছে বাইকে। মোটরসাইকেলটির ওজন ১২২ কেজি বলে জানা গিয়েছে। ফিচার্সের দিক থেকে পাওয়া যাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে গিয়ার ইন্ডিকেটর-সহ একাধিক তথ্য দেখা যাবে। এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে।
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
মোটোরোলা আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল ভারতে তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 60 Pro লঞ্চ করতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
This website uses cookies.