বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের মেট্রোয় (Kolkata Metro) এক মহিলার গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিয়েছিলেন যুবক! তৎক্ষণাৎ পেতে হল কঠিন শাস্তি! সূত্রের খবর, সোমবার রাতে ভিড়ে ঠাসা মেট্রোর মধ্যেই এক মহিলা যাত্রীর সাথে অশ্লীল আচরণের অভিযোগ ওঠে এক পুরুষ সহযাত্রীদের বিরুদ্ধে। এরপরই নেতাজি (কুঁদঘাট) মেট্রো স্টেশনে নামিয়ে ওই ব্যক্তিকে জুতো পেটা করেন মেট্রোর মহিলা যাত্রীরা। যেই খবর সামনে আসতেই হইহই পড়ে গিয়েছে নেট পাড়ায়।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঠিক কী ঘটেছিল?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে এই নক্কারজনক ঘটনাটি ঘটে। জানা যায়, ভিরে ঠাসা মেট্রোর মধ্যেই এক মহিলা যাত্রীর গায়ে হাত দিয়েছিলেন অভিযুক্ত যুবক। এরপরই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন মেট্রোর বাকিরা। খোঁজ নিয়ে জানা গেল, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ছাড়াতেই নাকি ওই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয় মেট্রোর মধ্যেই।
সূত্রে যা খবর, মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ স্টেশন ঢুকতেই পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে। এরপর নেতাজি স্টেশন আসতেই তড়িঘড়ি মেট্রো থেকে নেমে পড়েন অভিযুক্ত। তবে মারের হাত থেকে ছাড় মেলেনি। যুবক স্টেশনে নামতেই তাঁকে উত্তম-মধ্যম দিতে শুরু করেন স্টেশনের যাত্রীরা। মহিলারাও জুতো হাতে চড়াও হন তাঁর ওপর। চলে কয়েক দফা পিটুনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অবশ্যই পড়ুন: ১৪ বছর ধরে হাঁটেন খালি পায়ে, নিজের হাতে জুতো পরিয়ে দিলেন মোদি! কারণ অবাক করবে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে RPF
উত্তেজিত যাত্রীরা এক অভিযুক্ত ব্যক্তিকে বেধড়ক মারধর করছেন, খবর কানে যেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রেল পুলিশ কর্মীরা। এরপরই যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, মেট্রোর মধ্যে এক মহিলার সাথে অশ্লীল আচরণ করেছিলেন ওই যুবক। যার প্রতিবাদ করেছিলেন এক যাত্রী। পরবর্তীতে একে একে সকলেই প্রতিবাদে গর্জে ওঠেন। তবে নির্যাতিতা রুখে দাঁড়াতে গেলে তাঁর গায়ে নাকি হাত তোলেন ওই অভিযুক্ত।
আর এরপরই একেবারে ক্ষোভে ফেটে পড়েন মেট্রোর মহিলা যাত্রী থেকে শুরু করে পুরুষরাও। শেষমেষ ওই অভিযুক্ত যুবককে RPF অফিসারদের হাতে তুলে দেন নিত্য মহিলা যাত্রীরাই। সেই সাথে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে, আগামী দিনে যাতে নারীরা মেট্রোতে নিরাপদে যাতায়াত করতে পারেন সে দিকটাও নিশ্চিত করার জন্য রেল পুলিশকর্তাদের কাছে জোড় আবেদন জানিয়েছেন সকলেই।