ভারতবর্ষের অন্যতম দাপুটে গায়ক! কিন্তু গায়ক না হলে কি হতেন কুমার শানু, জানেন?
তিনি ভারতীয় সংগীত দুনিয়ার অন্যতম আইকন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। একই সঙ্গে তিনি বাঙালির গর্ব। হিন্দি হোক কিংবা বাংলা উভয় সংগীত জগতকে তিনি তার গানে আলোকিত করেছেন। তাঁর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। আজও নিজের খ্যাতিকে ধরে রেখেছেন তিনি।
জানা যায়, প্রথম জীবনে ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই গায়ককে। তবে লড়াইয়ে সাফল্যের চাবিকাঠি। ধীরে ধীরে জীবনে আসে সাফল্য। জীবনের প্রথম দিকে বিভিন্ন অনুষ্ঠানে ও হোটেলে গান গাইতেন কুমার শানু। পড়ে নিজের গায়েকির জোরে জায়গা করে নেন টলিউড ও বলিউডে।
১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সময়ে সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন তিনিই। বলাই বাহুল্য, কিশোর কুমারের পর অন্যতম খ্যাত গায়ক ছিলেন তিনিই।
তবে একটা সময়ে বলিউড দাপানো এই গায়ক এখন বিভিন্ন রিয়্যালিটি শোতে বিচারকের মঞ্চে বসেন। ভবিষ্যৎ গায়কদের খুঁজে নেন তিনি।
তবে কি আপনারা জানেন, একজন দারুন গায়ক হওয়ার পাশাপাশি অসামান্য তবলা বাদক কুমার শানু। একবার একটি সাক্ষাৎকারে গায়ক নাকি নিজে বলেছিলেন, যদি গায়ক না হতাম, তাহলে অবশ্যই আমি একজন তবলা বাদক হতাম। কারণ, গান ছাড়া যদি আর কিছু করতে পারি, সেটা হল তবলা বাজানো। অর্থাৎ তিনি গানেরই একটি অংশের সঙ্গে জড়িত থাকতেন।
3D কার্ভড ডিসপ্লের ফোন কিনতে চাইলে অ্যামাজনের ডিল একদম হাতছাড়া করবেন না। এই ডিলটি iQOO…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
সানাম তেরি কাসম, তারা বনাম বিলাল, দি মিরান্ডা ব্রাদার্স এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে…
Jio এবং Airtel তাদের গ্রাহকদের প্রিপেইড, পোস্টপেইড এবং ডেটা প্যাক রিচার্জ করার সুবিধা দেয়। এর…
Hyundai তাদের বিলাসবহুল সেডান Verna এর উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এরফলে ভারনার MY2024 এবং…
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমনকে ঘিরে ঘিরে হাজারও উৎসব পালন…
This website uses cookies.