ভারতবর্ষের জন্য বড় মাইলফলক, মারুতি সুজুকির মেড ইন ইন্ডিয়া গাড়ি বিক্রি হচ্ছে জাপানে
মারুতি সুজুকি জিমনি একটি পরিচিত অফ-রোড গাড়ি। সম্প্রতি সেই গাড়ির ৫ দরজার মডেল জাপানে রপ্তানি করা হয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হল, গাড়িটি ভারতে তৈরি করা হয়েছে। হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত কারখানায় এই ৫ দরজার অফ-রোড SUV জিমনি তৈরি করেছে মারুতি সুজুকি। এই মুহূর্তে গাড়িটি বিশ্বের ১০০টি দেশে বিক্রি করা হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে মারুতির দ্বিতীয় সর্বোচ্চ রফতানি করা গাড়ি হল এই জিমনি।
Fronx এর পর দ্বিতীয় গাড়ি হিসাবে জাপানে লঞ্চ হল জিমনি। যদিও ভারতে গাড়ির যে মডেল বিক্রি হয় তার সঙ্গে এই গাড়ির ফারাক রয়েছে কিনা তা জানা যায়নি। দেশে যে জিমনি পাওয়া যায়, তাতে রয়েছে ১.৫ লিটার চার সিলিন্ডার পেট্রল ইঞ্জিন, যা সর্বাধিক ১০৩ হর্সপাওয়ার এবং ১৩৪ এনএম টর্ক তৈরি করতে পারে। ট্রান্সমিশনের ক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৪ স্পিড টর্ক কনভার্টার।
কোম্পানির তরফে জানানো হয়েছে, ৫ দরজার জিমনি অস্ট্রেলিয়া, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার বাজারে ভালো জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাশি তাকেউচি বলেন, “জাপানে ‘মেড ইন ইন্ডিয়া’ জিমনি ৫ দরজা গাড়ির লঞ্চ আমাদের উৎপাদন ক্ষমতার বিশ্বব্যাপী উৎকর্ষতার প্রমাণ। ২০২৪ সালের অগস্টে ফ্রনক্সের পর এটি আমাদের দ্বিতীয় মডেল, যা জাপানে রপ্তানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে ২০২৪-২৫ অর্থবছরে জিমনি দ্বিতীয় সর্বাধিক রপ্তানিকৃত মারুতি সুজুকি গাড়ি। মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো বাজারে এর অসাধারণ সাফল্যের পর, আমরা নিশ্চিত যে এটি জাপানের গ্রাহকদের আনন্দিত করবে। জিমনির রপ্তানি ‘বিশ্বের জন্য মেক-ইন-ইন্ডিয়া’র প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।”
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.