ভারতীয়তে আস্থা ট্রাম্পের! গীতা ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান হলেন কাশ পটেল
জো বাইডেন সরকারকে হারিয়ে ফের আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তার উপরে ফের ভরসা রেখেছে আমেরিকা। আর ট্রাম্পের ভরসা রয়েছে ভারতীয় বংশোদ্ভুত মার্কিনদের উপরে। এমনিতেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশ ভালই সম্পর্ক আমেরিকার প্রেসিডেন্টের। কিছুদিন আগেই আমেরিকার সফর করে এসেছেন মোদি।
আর এবার বিভিন্ন ভারতীয় বংশোদ্ভূতকে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন করে চলেছেন ট্রাম্প। আর এবার আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রধান পদে বসলেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত। যিনি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ কাছের মানুষ। কাশ পটেল।
৪৪ বছর বয়সী কাশ এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন কাজ করেছেন। এফবিআই-এর সমস্ত এজেন্টরা তাকে বিশেষভাবে সম্মান করে। এই কথা খোদ বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চেয়েছিলেন কাশ পটেল যেন এই পদে আসীন হন। এই বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘কাশকে আমি ভীষণ পছন্দ করি। এই কাজের দায়িত্ব উনি পান, আমি চেয়েছিলাম। এই পদের জন্য ওঁ সবচেয়ে উপযুক্ত, সমস্ত এজেন্টরা ওঁকে বিশেষভাবে সম্মান করে।’
আমেরিকা নিবাসী হলেও কাশের শিকড় রয়েছে গুজরাটে। আনন্দ জেলার ভদ্রন গ্রামের বাসিন্দা ছিল কাশের পরিবার। যদিও আজ থেকে বহু বছর আগে তারা উগান্ডায় চলে যান পরবর্তীতে আমেরিকা। দীর্ঘদিন আমেরিকার গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন কাশ। যদিও তাকে গোয়েন্দা প্রধান হিসেবে বেছে নেওয়ায় আপত্তি জানিয়েছিলেন দুজন রিপাবলিক সেনেটর। যদিও তাদের আপত্তি ধোপে টেকেনি।
উল্লেখ্য, শনিবার হোয়াইট হাউসের ইইওবি ভবনে ভারতীয় চুক্তি কক্ষে এফবিআই এর নতুন প্রধান কাশ পটেলের শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেও নিজের ভারতীয়ত্ব বজায় রাখলেন কাশ। গীতায় হাত রেখে শপথ গ্রহণ করেছেন তিনি। এফবিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখার শপথ নিয়েছেন তিনি।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.