লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতীয় হিসেবে ইতিহাস গড়ার পথে শামি

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ছেড়েছে সূর্যকুমার যাদবের দল। অপেক্ষা এখন আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে। রিপোর্ট বলছে, ইংরেজদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দখলের পর এবার ওয়ানডে সিরিজেও দখল জমাতে মরিয়া হয়ে উঠেছে ভারত। একদিনের ম্যাচগুলিতে ব্যাটিং দাপটের পাশাপাশি বোলিং লাইনআপেও বিশেষ নজর দেবে ম্যানেজমেন্ট।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

সেই সূত্র ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে 3 উইকেট শিকারি মহম্মদ শামিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বোর্ড। সূত্র বলছে, শামির প্রত্যাবর্তন দলকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছে। সূত্র বলছে, আসন্ন ওয়ানডেতেও যদি শামি নিজের ভয়ঙ্কর ফর্ম ধরে রাখতে পারেন সেক্ষেত্রে বিরাট কীর্তি গড়ে ফেলবেন ভারতের এই অভিজ্ঞ পেসার। পরিসংখ্যান বলছে, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ার খুব কাছাকাছি রয়েছেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে সুযোগ পেলে সেই লক্ষ্যে থাবা বসাবেন তিনি।

READ MORE:  Apple India: ভারতে বিরাট বিনিয়োগ করতে চলেছে Apple, চাকরি হবে ১০ লক্ষের! ব্যবসা শেষ চিনের?

বিরাট রেকর্ড গড়ার পথে শামি

2023 ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মতো ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন শামি। এরপর শরীরের চোট যন্ত্রণা তাঁকে আর মাঠে নামতে দেয়নি। যার কারণে বর্ডার গাবাস্কার সিরিজেও দলকে সঙ্গ দেওয়া হয়নি তাঁর। তবে দীর্ঘ চোট কাটিয়ে অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে প্রত্যাবর্তন হয়েছে শামির। সেই পথ ধরেই আসন্ন ওয়ানডেতেও আসর জমানোর কথা রয়েছে ভারতীয় পেসারের।

READ MORE:  ISL 2024-25: ISL-এ ধনবর্ষা! হেরেও মোটা অঙ্ক ঘরে তুলেছে বেঙ্গালুরু, কাপ জিতে কত পেল মোহনবাগান? | Mohun Bagan Prize Money For ISL Winning

শেষবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে 2023 ওয়ানডেতে অসাধারণ পারফর্ম করেছিলেন শামি। মনে করা হচ্ছে, আসন্ন ওয়ানডেতে মাঠে নামার সুযোগ হলে নিজের অধরা রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। বেশকিছু রিপোর্ট মারফত খবর, শামি যদি প্রথম ওয়ানডে ম্যাচে 5টি উইকেট তোলেন সেক্ষেত্রে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে টিম ইন্ডিয়ার হয়ে দ্রুততম 200 উইকেটের রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

5 উইকেট খুঁজছেন শামি!

নিজের ওয়ানডে কেরিয়ারে এখনও পর্যন্ত 101টি ম্যাচে 100 ইনিংসে অংশ হয়ে 195টি উইকেট তুলেছেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। দ্রুততম 200 উইকেট লক্ষ্যের দৌড়ে তিনি মাত্র 5 উইকেট পিছিয়ে রয়েছেন। বর্তমানে ওয়ানডে ক্রিকেটে দ্রুত 200 উইকেট দখলের রেকর্ড রয়েছে অজি পেসার মিচেল স্টার্কের নামে।

READ MORE:  Shami Flying Kiss: ৫ উইকেট নিয়ে কাকে ফ্লাইং কিস করেছিলেন শামি? জানালেন নিজেই | Mohammed Shami Over His Flying Kiss Celebration

মনে করা হচ্ছে, তাঁকে টপকাতে না পারলেও শামি যদি আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেট তুলে নেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান পেসারের সাথে উইকেটের নিরিখে সমতায় থাকবেন তিনি। এখন দেখার 6 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাওয়ার পর শামি এই অসাধ্য সাধন করতে পারেন কিনা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.