ভারতে লঞ্চ হল ২০২৪ মডেলের নতুন Royal Enfield Classic 350, দাম শুরু ২ লাখ টাকা থেকে, জানুন বিস্তারিত

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এবার ২০২৪ সালে এই Royal Enfield Classic 350 বাইকের নতুন এবং আপডেট করা সংস্করণ লঞ্চ করলো কোম্পানি। এই নতুন মডেলটি পাঁচটি ভিন্ন ভিন্ন ট্রিমে পাওয়া যাবে। সেগুলি হল হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগন্যাল, ডার্ক এবং ক্রোম।

READ MORE:  ভুলে যান BSNL, জলের দামে ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান ঘোষণা করল Jio

বাইকের নতুন লুক ও স্পেসিফিকেশন:

নতুন ক্লাসিক 350 এর ডিজাইন আরও আধুনিক এবং আকর্ষণীয় হয়েছে। এতে গোলাকার LED হেডলাইট, স্টাইলিশ টার্ন ইন্ডিকেটর এবং একটি মসৃণ গোলাকার টেল ল্যাম্প রয়েছে। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনও আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। বাইকে একটি ৩৪৯ সিসি, একক-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৬১০০ rpm-এ সর্বাধিক ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি ৫-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত।

READ MORE:  Vivo T3 Pro 5G Price: খুশির খবর, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo T3 Pro 5G স্মার্টফোন | Vivo T3 Pro 5G Price Drop 10000 with 50MP Sony Camera

বাইকের অন্যান্য বৈশিষ্ট্য ও দাম

নতুন ক্লাসিক 350-তে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে। এতে স্পোক চাকা, উভয় চাকাতে ডিস্ক ব্রেক, ক্লাচ এবং ব্রেক লিভারের জন্য অ্যাডজাস্টমেন্ট, ট্রিপার নেভিগেশন সিস্টেম এবং একটি USB চার্জিং পোর্ট রয়েছে। এই ফিচারগুলি বাইকটিকে আরও আধুনিক করে তুলেছে। নতুন ক্লাসিক 350-এর বেস ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম ১.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে টপ মডেলের দাম ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত যায়। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর এই নতুন মডেলটি ডিজাইন, ফিচার এবং পারফরম্যান্সের দিক থেকে উন্নত হয়েছে। যারা একটি ক্লাসিক লুকের সাথে আধুনিক ফিচার সম্পন্ন মোটরসাইকেল খুঁজছেন তাদের জন্য এই বাইকটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

READ MORE:  আরও নিরাপদ WhatsApp এ ফাইল শেয়ারিং, View Once ফিচারের জন্য এল নতুন সুবিধা