ভারত থেকে পালিয়েও রক্ষে নেই, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর
শ্বেতা মিত্র, কলকাতা: ভারত থেকে পালিয়েও নিস্তার নেই ললিত মোদীর (Lalit Modi)। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত। সম্প্রতি জানা গিয়েছে, ভানুয়াতু নামের একটি ছোট দ্বীপ রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন ললিত মোদী। সেই নাগরিকত্বও দেশটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এহেন পরিস্থিতিতে ঘরে বাইরে দু’দিকেই উভয় সংকটে পড়েছেন তিনি।
খবরে প্রকাশ, বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে ললিত মোদী পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন। ২০১০ সালে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর ললিত মোদী লন্ডনে বসবাস করছিলেন। এরপর একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। যদি তাতে পোক্ত কোনো প্রমাণ ছিল না বলেই মনে করা হয়।
ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার পর জানা যায় যে তিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। এই দ্বীপ দেশটি ভানুয়াতু ধনী ব্যক্তিদের দেশের নাগরিকত্ব কিনতে অনুমতি দেয়। সেখান থেকে মাত্র ১.৩ কোটি টাকা খরচ করে পাসপোর্ট পাওয়া যায়। এখন খবরে বলা হয়েছে যে ভানুয়াতুর প্রধানমন্ত্রী তাঁর নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন।
সে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন সেটা অবশ্য স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে এই সিদ্ধান্তের পিছনে ভারতের চাপ থাকতে পারে। মিডিয়া রিপোর্টে এও দাবি করা হচ্ছে যে ভারতের চাপের পরেই প্রশাসন ললিত মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার ক্ষেত্রে নিউজিল্যান্ডে ভারতের হাইকমিশনার নীতা ভূষণের বড় ভূমিকা ছিল।
ভানুয়াতু ললিত মোদীর কার্যকলাপ সম্পর্কে অবগত ছিল না বলেও মনে করা হচ্ছে। ললিত যে পালিয়ে বেড়াচ্ছেন, সেটা বোঝার পরেই হয়তো নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
This website uses cookies.