ভারত থেকে মেট্রো ও রেলের যন্ত্রাংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইউরোপ এবং সৌদি আরব! জানালেন রেলমন্ত্রী
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে ভারতীয় রেলের কোচ থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জাম অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন ও সৌদি আরবের মতো দেশে রপ্তানি করার বিষয়ে মুখ খোলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রেলমন্ত্রী জানান, দেশে তৈরি মেট্রো কোচগুলি অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হচ্ছে। মূলত, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং সৌদি আরবে ভারতে তৈরি মেট্রো রেলের বগি গুলি পাঠানো হচ্ছে। যার দরুন দেশের রেলওয়ের ক্রমবর্ধমান উন্নতির বিশ্বব্যাপী প্রতিফলন ঘটবে।
গত সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের মতো একাধিক ইউরোপীয় দেশে প্রপালশন সিস্টেম ও আন্ডারফ্রেমের মতো অন্যান্য ভারতীয় রেলের সরঞ্জাম পাঠানো হচ্ছে। এদিন রেলমন্ত্রী দাবি করেন, বর্তমানে আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো কোচ গুলি রপ্তানি করা হচ্ছে।
মন্ত্রী জানান, লোকোমোটিভ থেকে শুরু করে কোচের নিচের যান্ত্রিক কাঠামো, বগি বা আন্ডারফ্রেম সহ রেলের বিভিন্ন সাজ সরঞ্জাম চলে যাচ্ছে ব্রিটেন, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো দেশে। সোমবার রেলওয়ে বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী জানান, পাওয়ার ইলেক্ট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ ও প্রপালশন সিস্টেমগুলি এখন মেক্সিকো, রোমানিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স ও ইতালিতে রপ্তানি করছে ভারত। এই ঘটনা সত্যিই গর্বের। আগামী দিনে এই কার্যক্রমের হাত ধরে গোটা বিশ্বে ভারতীয় রেলের ক্রমবর্ধমান উন্নতি ঘটবে।
রাজ্যসভায় বক্তব্য রাখাকালীন রেলমন্ত্রী জানান, বর্তমানে ভারতে তৈরি বিভিন্ন লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচগুলির প্রচুর চাহিদা রয়েছে। সেসবই মোজাম্মিক, শ্রীলঙ্কা ও বাংলাদেশে রপ্তানি করছে ভারত সরকার। এদিন সাফল্যের কথা বলতে বলতেই রেলের আগামী পরিকল্পনাও জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। রেলমন্ত্রী বলেন, বিহারের মারহাওড়া কারখানায় একাধিক লোকমোটিভ তৈরি হচ্ছে। খুব শীঘ্রই সেখান থেকে 100টিরও বেশি লোকোমোটিভ ও বগি প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি করা হবে।
সোমবার রেলের পরবর্তী পরিকল্পনা জানাতে গিয়ে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের প্রসঙ্গ টানেন অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর সংযোজন, লালু জি রেলমন্ত্রী থাকাকালীন বিহারের যে কারখানার কথা ঘোষণা করা হয়েছিল, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই কারখানায় গতি এসেছে। বর্তমানে সেখান থেকেই দেশের বিভিন্ন শহর বিশেষ করে বিদেশেও নানান রেল সরঞ্জাম রপ্তানি হচ্ছে।
অবশ্যই পড়ুন: এবার মুম্বইয়ের ঘর ভাঙছে মোহনবাগান? নতুন প্লেয়ার নিয়ে চমক দেখানোর অপেক্ষায় মোলিনা
এদিন মন্ত্রী বলেন, ভারতীয় রেল শুধুমাত্র সাশ্রয়ী মূল্যে যাত্রীদের নিরাপদ ও উন্নত পরিষেবাই দিচ্ছে না। সেই সাথে বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র পরিচয়ও পাইয়ে দিচ্ছে। পাশাপাশি ভারতীয় রেল যাত্রীদের ভর্তুকিও দেয় বলেই দাবি করেন রেলমন্ত্রী। এদিন ভারতীয় রেলের প্রশংসা করতে গিয়ে মন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলির তুলনায় ভারতীয় রেল যাত্রীদের কাজ থেকে প্রায় 20 অধিকাংশ কম ভাড়া নেয়। 2020 সালের পর থেকে রেলের ভাড়া বাড়েনি। বরং ভাড়াবাবদ 47 শতাংশ ভর্তুকি পান যাত্রীরা, সোমবার এই কথার ওপরই জোর দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শ্বেতা মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Today)…
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২১শে মার্চ, শুক্রবার। আজকের রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে আজ আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। আর রেলে যাত্রার সময়…
5G স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে কিন্তু বাজেট ২৫ হাজার টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টই মানুষের প্রধান ভরসা—হোক তা ১০ টাকার কেনাকাটা বা ১০ হাজার…
This website uses cookies.