ভারত-ফ্রান্সের ৬৩,০০০ কোটি টাকার রাফাল চুক্তি, ভারতীয় নৌবাহিনীর শক্তিবৃদ্ধি
ভারত ও ফ্রান্সের মধ্যে ৬৩,০০০ কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ভারতীয় নৌবাহিনী ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান পাবে। এই চুক্তি ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
বিমান সংখ্যা: ২২টি একক আসনের রাফাল-এম এবং ৪টি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান।
মূল্য: ৬৩,৮৮৭ কোটি টাকা।
ডেলিভারি সময়সীমা: ৩৭ থেকে ৬৫ মাসের মধ্যে, ২০৩১ সালের মধ্যে সম্পূর্ণ।
অস্ত্র ও সরঞ্জাম: স্ক্যাল্প ক্রুজ মিসাইল, মেটিওর এয়ার-টু-এয়ার মিসাইল, এক্সোসেট এএম৩৯ অ্যান্টি-শিপ মিসাইল।
অতিরিক্ত সুবিধা: প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, এবং পাঁচ বছরের পারফরম্যান্স-ভিত্তিক লজিস্টিক সাপোর্ট।
এই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী তার দুটি বিমানবাহী রণতরী—আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য—এর জন্য উন্নতমানের যুদ্ধবিমান পাবে। বর্তমানে ব্যবহৃত মিগ-২৯কে বিমানের রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে রাফাল-এম একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়েছে।
রাফাল-এম যুদ্ধবিমানগুলি বহুমুখী ক্ষমতাসম্পন্ন, যা সমুদ্র থেকে আকাশে এবং আকাশ থেকে সমুদ্রে আক্রমণ চালাতে সক্ষম। এছাড়াও, এই বিমানগুলি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ভারতের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে।
চুক্তির আওতায় ফরাসি কোম্পানিগুলি ভারতীয় অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে কিছু যন্ত্রাংশ ও উপাদান স্থানীয়ভাবে উৎপাদন করবে, যা ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে সমর্থন করবে।
এই চুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ফ্রান্সের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.