ভিসা বাতিল সহ আকাশসীমা বন্ধ, ভারতের উপরে পাল্টা ৫ নিষেধাজ্ঞা পাকিস্তানের
সহেলি মিত্র, কলকাতাঃ পহেলগামে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হামলার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। পহেলগামের মতো সুন্দর জায়গায় জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ গিয়েছে বেশ কিছু বাঙালি সহ ২৬ জনের। ঘটনাকে ঘিরে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো অ্যাকশন মুডে রয়েছে ভারত। আটারি-ওয়াঘা সীমানা বন্ধ থেকে শুরু করে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার ভারতের পাল্টা দিল পাকিস্তান। হ্যাঁ ঠিকই শুনেছেন।
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে পাকিস্তান কী এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। পহেলগামের ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। এদিকে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে তার পাল্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে অন্যতম রয়েছে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ। এরই সঙ্গে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভারতকে চাপে রাখতে পাকিস্তান বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
১) ইসলামাবাদ ভারতের সাথে সিমলা চুক্তি এবং সকল দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান তাৎক্ষণিকভাবে ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।
২) শিখ ধর্মীয় তীর্থযাত্রী ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য সকল সার্ক ভিসা স্থগিত করেছে পাকিস্তান।
৩) ইসলামাবাদ ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিল, ২০২৫ সালের মধ্যে দেশ ত্যাগ করতে বলেছে।
৪) পাকিস্তানও ভারতীয় হাইকমিশনে কর্মীর সংখ্যা কমিয়ে ৩০ জন করেছে।
৫) পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের মালিকানাধীন বা পরিচালিত সমস্ত বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক (India…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। অবস্থা এতটাই…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানে (Pakistan) আবারও যুদ্ধের হাওয়া বইছে। নেতারা একদিকে পরমাণু হামলার হুমকি দিচ্ছে,…
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জনপ্রিয় হরিয়ানভি ডান্সার ডিম্পল চৌধুরী মঞ্চে বৃষ্টির…
প্রীতি পোদ্দার, কলকাতা: পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (Primary Teacher Recruitment Case) শুনানি। কলকাতা…
This website uses cookies.