ভ্যালেন্টাইনস ডে’র আগে সুখবর, ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা বাইকের দাম আরও ১৮,০০০ টাকা কমল

Triumph গত বছর পুজোর মরসুমে ভারতে তাদের সবথেকে সস্তা মোটরসাইকেল Speed T4 রিলিজ করেছিল। লঞ্চের সময় দাম রাখা হয়েছিল ২.১৭ (এক্স-শোরুম) লক্ষ টাকা। তবে গত ডিসেম্বরে বাইকটির উপরে ১৮ হাজার টাকা ডিসকাউন্ট ঘোষণা করা হয়। ফলে দাম কমে আসে ১.৯৯ লক্ষ টাকায়। কিন্তু ছাড়ের পর, এই দামই এখন পার্মানেন্ট হয়ে গিয়েছে। সংস্থার ভারতীয় শাখার ওয়েবসাইটে এই দামেই বাইকটি তালিকাভুক্ত হয়েছে।

READ MORE:  Aprilia Tuono 457 Launched: বলিউড স্টার জন আব্রাহামের হাত ধরে দেশে চলে এল Aprilia Tuono 457 মোটরসাইকেল | Aprilia Tuono 457 Price in India

Triumph Speed T4 ভারতে তিনটি কালার অপশনে কিনতে পারবেন ক্রেতারা – সাদা, লাল এবং কালো। দাম কমে যাওয়ার ফলে রয়্যাল এনফিল্ডের বাজেটেই চলে এসেছে এই মোটরসাইকেল৷ এই বাইক ১৭ ইঞ্চি চাকায় দৌড়য়।। হাই-পারফরম্যান্সের জন্য, ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

ট্রায়াম্ফ স্পিড টি৪ এর ইঞ্জিন ৭০০০ আরপিএম গতিতে ৩০.৬ বিএইচপি এবং ৫০০০ আরপিএমে ৩৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সংস্থার আরেক সাশ্রয়ী মডেল স্পিড ৪০০-এর থেকে পাওয়ার কম হলেও ১০ শতাংশ বেশি ফুয়েল এফিশিয়েন্ট বলে দাবি করা হয়েছে। আবার ২৫০০ আরপিএম থেকেই টর্কের ৮৫ শতাংশ পাওয়া যাবে।

READ MORE:  Harley Davidson CVO Road Glide RR: গাড়ির থেকেও শক্তিশালী বাইক আনল হার্লি ডেভিডসন, দাম প্রায় ১ কোটি টাকা! | Harley Davidson CVO Road Glide RR Launched

ট্রায়াম্ফ স্পিড টি৪ বাইকে ফুল এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ফিচার্স রয়েছে। ফ্রন্টে ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং ব্যাকে গ্যাস মনোশক বর্তমান। ব্রেকিংয়ের দায়িত্ব সামলায় ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ও ২৩০ মিমি রিয়ার ডিস্ক। বাইকটির আসনের উচ্চতা ৮০৬ মিমি এবং ওজন ১৮০ কেজি।।

READ MORE:  Hero Karizma XMR 210 Combat Edition: হিরোর বড় চমক, ফাইটের জেটের স্টাইলে আসছে নতুন বাইক, প্রকাশ হল টিজার | Hero Karizma XMR 210 Combat Edition Launch
Scroll to Top