মধ্যবিত্তদের জন্য বড় ধাক্কা! একলাফে ৫০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম
নতুন অর্থবছর শুরু হতে না হতেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের কাঁধে বাড়তি চাপ পড়ল। রান্নার গ্যাসের (LPG Gas) দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দিলো কেন্দ্র সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর প্রভাব পড়বে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের উপরেও। ফলে আর্থিক চাপ অনেকটাই বাড়তে চলেছে সাধারণ মানুষের উপর।
কলকাতায় এতদিন ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা। আর এখন সেই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাধীন গ্রাহকদেরও এই বাড়তি খরচের বোঝা বইতে হবে। এতদিন এই প্রকল্পের উপভোক্তাদের সিলিন্ডার প্রতি খরচ করতে হত ৫০০ টাকা। আর এখন তাদের গুনতে হবে ৫৫০ টাকা করে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি জানিয়েছেন, এলপিজি ও অন্যান্য জ্বালানির দাম প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর পরিবর্তন করা হয়। আর সেই নিয়ম মেনেই এই দাম বৃদ্ধি।
এলপিজির পাশাপাশি আরো এক ধাক্কা পোহাতে হবে সাধারণ মানুষকে। এবার কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে লিটার প্রতি ২ টাকা করে। ১ লিটার পেট্রোলের উপর এখন শুল্ক দাঁড়িয়েছে ১৩ টাকা এবং ডিজেলের উপর শুল্ক দাঁড়িয়েছে ১০ টাকা।
পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য নয়। বরং রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলির লোকসানকে কিছুটা পুষিয়ে দেওয়ার জন্যই নেওয়া। তবে এই শুল্ক বৃদ্ধির প্রভাব পেট্রোলের দামের উপর কোন পরিবর্তন আনবে কিনা, সেটা এখন সময়ই বলে দেবে।
একদিকে যেমন রান্নার গ্যাসের দাম বাড়ায় গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, অন্যদিকে গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৪১ টাকা কমানো হয়। ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে হোটেল এবং রেস্তোরার ব্যবসায়ীরা। তবে সামগ্রিকভাবে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের বাজেটকে ব্যাহত করবে।
পয়লা বৈশাখের ঠিক আগে এরকম সিদ্ধান্ত বাংলার গৃহস্থের জীবনযাপনে বড়সড় ধাক্কা দেবে, তা বলাবাহুল্য। একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধ্বমুখী, আর অন্যদিকে জ্বালানির খরচের বৃদ্ধি। এখন সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ সামনে আসতে চলেছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার থেকে চলন্ত ট্রেনে তোলা যাবে টাকা! হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি।…
আপনার বাড়িতে কি এখনো এলপিজি গ্যাসের সংযোগ (LPG Gas Connection) নেই? তাহলে আপনার জন্য রয়েছে…
ভিভো আগামী ২১ এপ্রিল তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোন, Vivo X200 Ultra লঞ্চ করতে চলেছে। এই…
This website uses cookies.