মমতার বড় উপহার! এবার সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতে বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার
রাজ্য সরকারের বাজেটে এবার বিশেষ চমক পেয়েছে আশা (ASHA) ও আইসিডিএস (ICDS) কর্মীরা। গত ১২ই ফেব্রুয়ারি বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন বাজেটে স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যের ৭০ হাজার আশা কর্মী এবং ১ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যের বাজেট পেশার সময় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা মা এবং শিশুদের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করে থাকে এবং প্রতিনিয়ত কাজ করে। তাদের কাজ আরও সহজ করতে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে স্মার্টফোন প্রদান করা হবে।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, “আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। কোভিড পরিস্থিতির সময়ও তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই কাজের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিনামূল্যে এই বিশেষ উপহার দিচ্ছেন।
প্রসঙ্গত গত জানুয়ারি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরের সময় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে। তখন তিনি বলেছিলেন, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পর টাকা দেওয়া হবে। কারণ কেন্দ্র সরকার এই কর্মীদের জন্য পর্যাপ্ত অনুমান দিচ্ছে না।
মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আশা কর্মীদের ফোন দিতে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আইসিডিএস কর্মীদেরও মোবাইল ফোন উপহার দেওয়া হবে। কেন্দ্র টাকা দেয় না। অথচ কোভিডের সময় যখন কেউ বের হতে পারেনি তখন তারাই বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছিল।
রাজ্য সরকারের এই বাজেটে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতেও আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে-
রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে এবার থেকে আশা এবং আইসিডিএস কর্মীদের কাজে আরো উন্নতি হবে। মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ, রোগীদের আপডেট রাখা এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজ তাদেরকে দ্রুত জনগণের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা এবং আইসিডিএস কর্মীদের কাজের স্বীকৃতি ও পরিকাঠামোগত প্রক্রিয়া আরো উন্নত করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.