মসাগ্রাম হয়ে বাঁকুড়া থেকে সোজা হাওড়া! প্রকাশ্যে এল ট্রেনের সময়সূচী
শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলার রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এক কথায় সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বললে ভুল হবে না। আসলে এবার প্রকাশ্যে এল বাঁকুড়া-মসাগ্রাম রেল লাইন নিয়ে বড় আপডেট। বাঁকুড়া টু হাওড়া (Bankura Howrah Train) অবধি যাওয়া এবার হবে জলভাত। কারণ সামনে এল ট্রেন চলাচলের সময়সীমা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই সময়সূচীটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
বাঁকুড়া, বিষ্ণুপুর, মসাগ্রাম, হাওড়ার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মিটতে চলেছে। আগে হাওড়া থেকে বাঁকুড়া যাওয়া দুঃস্বপ্নের সমান ছিল সকলের কাছে। এদিকে বাঁকুড়া-মশাগ্রাম রেল লাইনের কাজ শেষই যেন হতে চাইছিল না। তবে আর চিন্তা নেই, কারণ বাঁকুড়া টু হাওড়া ভায়া মশাগ্রাম অবধি ছুটতে চলেছে ট্রেন। আর এই ট্রেন কখন কোন স্টেশনে দাঁড়াবে ছাড়বে সেটারও তালিকা সামনে উঠে এল।
সৌমিত্র খাঁ লেখেন, ‘সুখবর সুখবর সুখবর !!ভারতীয় জনতা পার্টি কথা দিলে কথা রাখে। বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করে যাব। আজ বাঁকুড়া টু হাওড়া ভায়া মসাগ্রাম ট্রেন এর সময়সূচী দেওয়া হলো। কারো কোন মতামত থাকলে জানাবেন।’ তবে এই ট্রেন কবে থেকে চলবে, তা জানা যায়নি।
সৌমিত্র খাঁ-এর তরফে যে সময়সূচীটি প্রকাশ করা হয়েছে সেখানে দুটি প্ল্যান রয়েছে। প্রথম প্ল্যান অনুযায়ী, ট্রেনটি বাঁকুড়া থেকে ছাড়বে সকাল ৭টা নাগাদ, এরপর সেটি মসাগ্রাম পৌঁছাবে সকাল ১০:৩০ থেকে ১০:৪০-এর মধ্যে। এরপর ট্রেনটি হাওড়া ঢুকবে দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ। অর্থাৎ বাঁকুড়া থেকে হাওড়া ঢুকতে সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা মতো। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে দুপুর ১২:৪৫ নাগাদ। এরপর সেটি মসাগ্রাম ঢুকবে ১৪:৩০ থেকে ১৪:৪০ মিনিট নাগাদ। এরপর সেটি বাঁকুড়া ঢুকবে বিকেল ১৭:৫৫ মিনিট।
দ্বিতীয় প্ল্যান অনুযায়ী, ট্রেনটি ভোর ৪টে নাগাদ বাঁকুড়া থেকে ছেড়ে সেটি মসাগ্রামে ঢুকবে সকাল ৭:১৫ থেকে ৭:২৫ মিনিট নাগাদ। এরপর সেটি হাওড়া ঢুকবে সকাল ৯:০৫ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৯:১৫ মিনিটে। ট্রেনটি মসাগ্রামে ঢুকবে সকাল ১০:৫৫ থেক ১১:০৫ মিনিটে। এরপর ট্রেনটি বাঁকুড়া ঢুকবে দুপুর ১৪:৪০ মিনিটে।
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
This website uses cookies.