মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে মহাকুম্ভ মেলা, ছবি শেয়ার করল নাসা

MahaKumbh 2025 Space Images: উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫। কোটি কোটি মানুষ এই মেলায় অংশ নিয়েছে। ৪৫ দিনের এই মেলা কতটা জনপ্রিয় তা প্রতিটি ভারতবাসী জানে। এবার মহাকাশ থেকে মহাকুম্ভের ছবি সামনে এসেছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে মহাকুম্ভ ২০২৫ মেলার কিছু ছবি তুলেছেন। এই ছবিগুলিতে পুরো অঞ্চলকে রাতের অন্ধকারে আলোকিত বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, মহাকাশে পৃথিবীর কক্ষপথে প্রায় ৪০৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে স্পেস স্টেশনটি। ডন একজন সুপরিচিত অ্যাস্ট্রোফোটোগ্রাফার এবং মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন অংশের ছবি তুলতে থাকেন।

READ MORE:  OLA লঞ্চ করল শক্তিশালী ইলেকট্রিক বাইক ‘রোডস্টার এক্স’, দাম শুরু মাত্র ৭৪,৯৯৯ থেকে

ছবিতে তাঁবুর দৃশ্য

ডন পেটিট জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)-এ মহাকুম্ভ ২০২৫ মেলার ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে সঙ্গম সৈকতে বানানো তাঁবুগুলিকে রাতের অন্ধকারে জ্বলজ্বল করতে দেখা গেছে। দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আইএসএস থেকে গঙ্গার তীরে মহাকুম্ভ মেলা ২০২৫-এর রাতের দৃশ্য…। ”

অমাবস্যার ঠিক আগে শেয়ার করা এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ব্যাপক পরিমাণে শেয়ার করা হচ্ছে। প্রতিবেদন লেখার সময় ৩৬ হাজারেরও বেশি এক্স ব্যবহারকারী ছবিগুলি পছন্দ করেছেন।

READ MORE:  ডিসকাউন্টের চক্করে কিনবেন না Samsung ফোন, আপডেট পাবেন না, লিস্ট দেখুন

পৃথিবীকে প্রদক্ষিণ করছে স্পেস স্টেশন

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) হল পৃথিবীর কক্ষপথে অবস্থিত মহাকাশ নিয়ে গবেষণা করা একটি কেন্দ্র, যা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং বেশ কয়েকটি দেশ যৌথভাবে তৈরি করেছে। এটি প্রতি সেকেন্ডে ৭.৬ কিমি বেগে পৃথিবীর নিম্ন-কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরছে। এটি ২৪ ঘণ্টায় ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  এক সাবস্ক্রিপশনে ১৭টি OTT অ্যাপ, Vodafone Idea ইউজারদের জন্য দারুন খবর

Scroll to Top