মহাকুম্ভে অপরাজিতা আঢ্য! নিজের মনবাসনা জানিয়ে প্রদীপ ভাসালেন অভিনেত্রী
তিনি বাংলা চলচ্চিত্র দুনিয়ার অন্যতম আইকন। অসামান্য অভিনেত্রী তিনি। যে কোনও চরিত্রেই তিনি দুরন্ত। তার অভিনয় দেখে মুগ্ধ হয় না, প্রশংসা করে না এমন বাঙালি মেলা ভার। ধারাবাহিক থেকে সিনেমা সর্বত্রই নিজের অভিনয় দক্ষতার গুণে পর্দা কাঁপিয়েছেন তিনি। বলা ভালো অভিনয়ের ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠান স্বরূপ।
তার অভিনয় দেখলে একরাশ মুগ্ধতা গ্রাস করে সবাইকে। অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলছি। নাচে, গানে, অভিনয়ে যিনি মন জিতেছেন বাঙালি দর্শকদের তিনি অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Aadhy)। তবে এই অভিনেত্রী কিন্তু দারুণ রকম ভাবে আধ্যাত্মিক। লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো সবকিছুর আরাধনা তিনি করে থাকেন নিজের বাড়িতে।
আর সেই আধ্যাত্মবাদের টানেই তিনি হাজির হয়েছিলেন মহাকুম্ভের মেলায় (Mahakumbh Mela)। চলতি বছরের মহাকুম্ভ মেলায় এক বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ যুগ। আর এই মহাকুম্ভ মেলায় নিজের পাপ মোচন করে পুণ্য অর্জনের জন্য কোটি কোটি মানুষ ছুটে গেছেন মহাকুম্ভের মেলায়।
আর এই বিশাল ধর্মীয় মেলায় অংশ নিতে ছুটে গেছে বহু তারকা। যেরকম বলিউড থেকে সেই রকম টলিউডের তারকারও যোগ দিয়েছেন। রচনা ব্যানার্জি, অরিন্দম শীল, শ্রীমা ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য একাধিক তারকা যোগ দিয়েছেন কুম্ভের মেলায়। এই মেলায় গিয়ে পবিত্র কুম্ভে প্রদীপ ভাসিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী।
গঙ্গাস্নানের পর গঙ্গার বুকে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “এই জলে যেমন হাজার বছর ধরে বিশ্বাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতা মিশে আছে, তেমনি আমার প্রার্থনাও যেন মহাকালের বুকে থেকে যায়।”
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.