লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ১৩ হাজার টাকায় Hero-র ইলেকট্রিক স্কুটি, ফিচার জানলে চক্ষু চড়কগাছে উঠবে

Published on:

ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় দিনের পর দিন নতুন চমক আসছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল Hero MotoCorp এর অত্যাধুনিক এবং আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার Hero Vida V2 Pro। আপনি যদি স্বল্প বাজেটে একটি ভালো এবং শক্তিশালী পারফরম্যান্সযুক্ত স্কুটার খুঁজে থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

মাত্র ১৩ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পেতে পারেন এই দুর্দান্ত স্কুটারটি। আর যদি একবার এই স্কুটির ফিচারগুলি শোনেন, তাহলে চক্ষু চড়কগাছে উঠবে। তাই এক নজরে দেখে নিন Hero Vida V2 Pro স্কুটারের সমস্ত ফিচার সম্পর্কে।

READ MORE:  মার্চ মাসে মিলবে প্রচুর রেশন সামগ্রী, দেখে নিন কোন কার্ডে কতটা পাবেন

Hero Vida V2 Pro স্কুটারটি কেন আলোচনা শিরোনামে?

বর্তমান সময় ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। শহরের যানজট, পেট্রোলের বাড়তি খরচ এবং পরিবেশ সচেতনতার কারণে প্রত্যেকে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছে। আর সেই দিক থেকে Hero Vida V2 Pro এমনই একটি স্কুটার, যা স্টাইল, পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে সেরা বিকল্প।

ফিচার এবং পারফরম্যান্স

এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে ৬kW শক্তির ইলেকট্রিক মোটর, যা শহরের ট্রাফিককেও দারুণ পারফরম্যান্স দেয়। ব্যাটারি রয়েছে ৩.৯৪ kWh লিথিয়াম আয়ন বাটারি প্যাক। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, একবার সম্পূর্ণ চাপ দিলে আপনি ১৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, যা দৈনন্দিন যাতায়াতের জন্য পারফেক্ট। 

READ MORE:  RSMSSB Recruitment 2025: স্টাফ সিলেকশন বোর্ডে ৫২,৪৫৩ শূন্যপদে বিশাল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন | Staff Selection Board Recruitment

ফার্স্ট চার্জিং সুবিধা থাকায় কম সময়ে স্কুটারটি চার্জ হয়ে যায়। স্মার্ট ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে, কানেক্টেড অ্যাপ, Geo-Fencing, Turn-by-Turn Navigation এর মত ফিচার রয়েছে। 

দাম এবং EMI প্ল্যান

Hero Vida V2 Pro স্কুটিটির এক্স শোরুম মূল্য রয়েছে ১.১৫ লক্ষ টাকা থেকে ১.৩৫ লক্ষ টাকা। কিন্তু যাদের পক্ষে একবারে টাকা বের করা কঠিন হয়ে যাচ্ছে, তারা ইএমআই অপশন নিতে পারবেন। ইএমআইতে ডাউন পেমেন্ট মাত্র ১৩ হাজার টাকা দিতে হবে। ঋণের মেয়াদ রয়েছে তিন বছর, সুদের হার ৯.৭%। সেক্ষেত্রে প্রতি মাসে ইএমআই দাঁড়াবে ৩৭৮৯ টাকা। 

READ MORE:  RBI Repo Rate: মধ্যবিত্তদের জন্য সুখবর! হোম লোনের EMI এবার হবে হাফ? চমক দেখাবে RBI | Reserve Bank Of India Repo Rate

ছেলে-মেয়ে নির্বিশেষে পারফেক্ট অপশন

Hero Vida V2 Pro স্কুটারটির স্মার্ট লুক এবং হালকা ডিজাইন ছেলে-মেয়ে নির্বিশেষে উভয়ের জন্য আদর্শ করে তুলেছে। ছাত্রছাত্রী কিংবা চাকরিজীবী বা গৃহবধূ, সবার জন্যই হতে পারে এটি সেরা বিকল্প। তাই সাশ্রয়ী ইএমআই, উন্নত ফিচার এবং শক্তিশালী ব্যাটারির যদি স্কুটার খুঁজে থাকেন, তাহলে Hero Vida V2 Pro অপশনটিকে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.