মাত্র ১৩ হাজার টাকায় Hero-র ইলেকট্রিক স্কুটি, ফিচার জানলে চক্ষু চড়কগাছে উঠবে
ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় দিনের পর দিন নতুন চমক আসছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল Hero MotoCorp এর অত্যাধুনিক এবং আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার Hero Vida V2 Pro। আপনি যদি স্বল্প বাজেটে একটি ভালো এবং শক্তিশালী পারফরম্যান্সযুক্ত স্কুটার খুঁজে থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
মাত্র ১৩ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পেতে পারেন এই দুর্দান্ত স্কুটারটি। আর যদি একবার এই স্কুটির ফিচারগুলি শোনেন, তাহলে চক্ষু চড়কগাছে উঠবে। তাই এক নজরে দেখে নিন Hero Vida V2 Pro স্কুটারের সমস্ত ফিচার সম্পর্কে।
বর্তমান সময় ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। শহরের যানজট, পেট্রোলের বাড়তি খরচ এবং পরিবেশ সচেতনতার কারণে প্রত্যেকে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছে। আর সেই দিক থেকে Hero Vida V2 Pro এমনই একটি স্কুটার, যা স্টাইল, পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে সেরা বিকল্প।
এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে ৬kW শক্তির ইলেকট্রিক মোটর, যা শহরের ট্রাফিককেও দারুণ পারফরম্যান্স দেয়। ব্যাটারি রয়েছে ৩.৯৪ kWh লিথিয়াম আয়ন বাটারি প্যাক। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, একবার সম্পূর্ণ চাপ দিলে আপনি ১৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, যা দৈনন্দিন যাতায়াতের জন্য পারফেক্ট।
ফার্স্ট চার্জিং সুবিধা থাকায় কম সময়ে স্কুটারটি চার্জ হয়ে যায়। স্মার্ট ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে, কানেক্টেড অ্যাপ, Geo-Fencing, Turn-by-Turn Navigation এর মত ফিচার রয়েছে।
Hero Vida V2 Pro স্কুটিটির এক্স শোরুম মূল্য রয়েছে ১.১৫ লক্ষ টাকা থেকে ১.৩৫ লক্ষ টাকা। কিন্তু যাদের পক্ষে একবারে টাকা বের করা কঠিন হয়ে যাচ্ছে, তারা ইএমআই অপশন নিতে পারবেন। ইএমআইতে ডাউন পেমেন্ট মাত্র ১৩ হাজার টাকা দিতে হবে। ঋণের মেয়াদ রয়েছে তিন বছর, সুদের হার ৯.৭%। সেক্ষেত্রে প্রতি মাসে ইএমআই দাঁড়াবে ৩৭৮৯ টাকা।
Hero Vida V2 Pro স্কুটারটির স্মার্ট লুক এবং হালকা ডিজাইন ছেলে-মেয়ে নির্বিশেষে উভয়ের জন্য আদর্শ করে তুলেছে। ছাত্রছাত্রী কিংবা চাকরিজীবী বা গৃহবধূ, সবার জন্যই হতে পারে এটি সেরা বিকল্প। তাই সাশ্রয়ী ইএমআই, উন্নত ফিচার এবং শক্তিশালী ব্যাটারির যদি স্কুটার খুঁজে থাকেন, তাহলে Hero Vida V2 Pro অপশনটিকে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.