মাত্র ১৯৮ টাকায় দারুণ সুবিধা, JIO-র এই সস্তার রিচার্জে দারুন চমক! Airtel-VI অনেক পিছিয়ে
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে অসংখ্য গ্রাহক তাদের কানেকশন বদলে BSNL-এ চলে গিয়েছিলেন। হারানো গ্রাহকদের ফিরে পেতে এবার সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে প্রধান নেটওয়ার্ক সংস্থাগুলি। এর মধ্যে Reliance Jio আরও কম খরচে আকর্ষণীয় সুবিধা নিয়ে এগিয়ে রয়েছে।
Jio এনেছে মাত্র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান, যেখানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং (লোকাল ও এসটিডি), এবং ১০০টি SMS পাবেন। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন, অর্থাৎ মোট ২৮ জিবি ডেটা ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে Jio TV, Jio Cinema, এবং Jio Cloud-এর ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে।
Airtel নিয়ে এসেছে ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন ১০০টি SMS দেওয়া হবে। এই প্ল্যানটির বৈধতা ৩০ দিন। এছাড়াও Airtel-এর এই প্ল্যানে স্প্যাম অ্যালার্ট এবং হ্যালোটিউন-এর সুবিধাও রয়েছে।
Vodafone-Idea বা VI-ও এনেছে ৩৬৫ টাকার একটি রিচার্জ প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন।
মূল্য এবং সুবিধার দিক থেকে Jio-র ১৯৮ টাকার প্ল্যান অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেশি লাভজনক। যেখানে Airtel এবং VI প্রায় দ্বিগুণ খরচে একই ধরনের সুবিধা দিচ্ছে, Jio কম খরচে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। পাশাপাশি বিনামূল্যে Jio-র একাধিক পরিষেবাও পাওয়া যাচ্ছে।
এই সাশ্রয়ী প্ল্যানগুলো নিয়ে নেটওয়ার্ক সংস্থাগুলি নতুন করে প্রতিযোগিতায় নামছে। গ্রাহকদের জন্য এখন Jio, Airtel ও VI-র মধ্যে উপযুক্ত প্ল্যান বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদি আপনি কম খরচে বেশি সুবিধা খুঁজছেন, তাহলে Jio-র এই নতুন প্ল্যান আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
প্রীতি পোদ্দার, কলকাতা: ফের আরও একবার ভর দুপুরে আঁধার নেমে এল কলকাতা হাইকোর্ট (Calcutta High…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের সার্ভিসেস সিলেকশন বোর্ড জাতীয় স্বাস্থ্য মিশনের…
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধান তিন টেলিকম সংস্থা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে…
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই…
This website uses cookies.