মাত্র ২৫ জন কিনতে পারবে, অসাধারণ বাইক এনে চমকে দিল Royal Enfield
Royal Enfield Shotgun মোটরসাইকেলের স্পেশাল এডিশন মডেল এল বাজারে। বিশ্বজুড়ে এই মডেলটির মাত্র ১০০টি ইউনিট বাজারে ছেড়েছে কোম্পানি। মার্কিন কোম্পানি Icon Motorsports এর সঙ্গে গাঁটছড়া বেধে এই মোটরসাইকেল লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। ‘Royal Enfield Shotgun X Icon’ বাইকের বুকিং শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। বাইকটির দাম রাখা হয়েছে ৪.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি Shotgun মোটরসাইকেলের এন্ট্রি-লেভেল বা স্ট্যান্ডার্ড মডেলের থেকে ৬৫,০০০ টাকা দামি।
ভারতে ১২ ফেব্রুয়ারি রাত ৮.৩০ থেকে রয়্যাল এনফিল্ড অ্যাপে শুরু হবে বাইকের বুকিং। প্রথম ২৫ জন ভারতীয় ক্রেতারাই কিনতে পারবেন এই মোটরসাইকেল। তাই যাঁরা এটি কিনতে ইচ্ছুক তাঁদের দ্রুত বুকিং করতে হবে অ্যাপের মাধ্যমে।
এই বাইকের সীমিত এডিশন, শটগান ৬৫০ আইকনের কাস্টম-নির্মিত ‘অলওয়েজ সামথিং’-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গত বছর অনুষ্ঠিত মিলান মোটরসাইকেল শো বা (EICMA) এবং Motoverse ইভেন্টে প্রদর্শিত করা হয়েছিল বাইকটি। মোটরসাইকেলের বডি প্যানেলগুলি স্ট্যান্ডার্ড বাইকের মতো হলেও, এটিতে বেশ প্রাণবন্ত রঙের স্কিম রয়েছে।
মোটরসাইকেলের সামনের কাউলটি হালকা নীল এবং সাদা রঙে ফিনিশ করা হয়েছে। অন্যদিকে ট্যাঙ্কটিতে হালকা নীল, লাল এবং সাদা রঙের শেড রয়েছে। মোটরসাইকেলের সাইড প্যানেলগুলিতে ‘২৪’ লেখা ভিনাইল রয়েছে। আবার পিছনের ফেন্ডারে লাল এবং সাদা রঙের মিশ্রণ রয়েছে এবং এতে একটি আইকন লোগো দিয়েছে কোম্পানি।
রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ এক্স আইকনের অন্যান্য আকর্ষণীয় ভিজ্যুয়াল বিবরণগুলির মধ্যে উল্লেখযোগ্য সোনালী রঙের চাকা, একটি লাল সিট এবং হালকা নীল রঙে আঁকা রিয়ার স্প্রিং। আরও আকর্ষণীয় করে তোলার জন্য রয়্যাল এনফিল্ড সোয়েড এবং টেক্সটাইল দিয়ে তৈরি একটি এক্সক্লুসিভ জ্যাকেটও পাওয়া যাবে, যার রঙ মোটরসাইকেলের মতোই।
বাইকের ইঞ্জিন পারফরম্যান্স অপরিবর্তিত। স্ট্যান্ডার্ড শটগান ৬৫০ এর মতোই রয়েছে ৬৪৮ সিসি, এয়ার/অয়েল-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৭,২৫০ আরপিএম-এ ৪৬.৬ হর্সপাওয়ার এবং ৫,৬৫০ আরপিএম-এ ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.