মাত্র ৪ বছর স্বল্প প্রিমিয়াম জমা দিলেই পাবেন ১ কোটি টাকা! LIC-র সেরা প্ল্যান এটিই
কখনো কি ভেবে দেখেছেন, মাত্র চার বছরে অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করলেন, আর তার বদলে পেয়ে গেলেন ১ কোটি টাকা? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। হ্যাঁ, এমনই একটি পরিকল্পনা নিয়েছে ভারতের সবথেকে নির্ভরযোগ্য বীমা সংস্থা এলআইসি (LIC)। আর এই প্রকল্পের নাম হল ‘জীবন শিরোমনি’।
আসলে এটি শুধুমাত্র একটি বীমা প্রকল্প নয়। বরং, ভবিষ্যতকে সুরক্ষিত করার একটি শক্তিশালী ভিত। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের জন্য তৈরি এই স্কিমে আপনি পাবেন নির্দিষ্ট কভারেজ, নিয়মিত টাকার রিটার্ন এবং প্রয়োজনে ঋণের সুবিধা।
এলআইসি জীবন শিরোমনি প্রকল্প শুধুমাত্র আপনাকে চার বছর প্রিমিয়াম জমা দিতে হবে। তবে মনে রাখতে হবে, এটি একটি হাই-এন্ড পলিসি। তাই প্রিমিয়ামের অঙ্ক তুলনামূলক একটু বেশি। উদাহরণস্বরূপ, যদি আপনি ১ কোটি টাকা পেতে চান, তাহলে প্রতি মাসে প্রায় ৯৪ হাজার টাকা পর্যন্ত জমা করতে হবে। এবার আপনি চাইলে প্রিমিয়াম মাসে বা তিন মাসে বা ছয় মাসে বা এক বছরে জমা দিতে পারেন।
নিয়ম বলছে, এই পলিসি নিতে গেলে আপনার বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স নির্ভর করবে আপনি কত বছরের মেয়াদে পলিসি নিচ্ছেন, তার ওপর-
এই প্রকল্পের সব থেকে আকর্ষণীয় দিক হল, মানি ব্যাক পলিসি। অর্থাৎ, নির্দিষ্ট সময় অন্তর আপনি এখানে প্রিমিয়াম দেওয়ার পাশাপাশি বীমার টাকার একটি অংশ ফেরত পাবেন। উদাহরণ হিসেবে বলা যায়-
তবে জানিয়ে রাখি, পলিসি পূর্ণ হওয়ার পর বাকি টাকা একসঙ্গে ফেরত নিতে পারবেন।
এই স্কিমের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পলিসি নেওয়ার এক বছর পর থেকে আপনি প্রয়োজনে ঋণ নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে নূন্যতম এক বছরের প্রিমিয়াম জমা দিতে হবে। আর এই ঋণের পরিমাণ নির্ধারিত হবে পলিসির মূল্যের ভিত্তিতে।
তাই যারা এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং ক্যালকুলেশন জানতে চান, তারা এলআইসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে ও যদি একটি বড় বীমা কভারেজের সঙ্গে বিনিয়োগ করতে চান, তাহলে পলিসিটিকে বেছে নিতে পারেন।
ভিভো শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করতে চলেছে।…
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
This website uses cookies.