লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাধ্যমিকে প্রথম, এবার JEE-তেও শীর্ষস্থানে দেবদত্তা! তালিকায় বাংলার আরও এক

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল JEE Main সেশন ২ এর ফলাফল। এই রেজাল্ট প্রকাশ পাওয়ার পরেই সকলের মধ্যে আনন্দের শেষ নেই। বিশেষ করে, এই পরীক্ষাতেও রেকর্ড গড়ল বাংলা। জানলে হয়তো বিশ্বাস করবেন না, সর্বভারতীয় জয়েন্টে ‘প্রথম’ হয়েছে বাংলার ২ পড়ুয়া। এই পড়ুয়ার মধ্যে একজনের আবার আগেও বিরাট রেকর্ড রয়েছে। যাইহোক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সেশন ২ পেপার ১ (BE/B. Tech) এর জন্য JEE Main ফলাফল ২০২৫ ঘোষণা করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা jeemain.nta.nic.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে তাদের স্কোর পরীক্ষা করতে পারবেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

JEE Main উত্তীর্ণ বাংলার দুজন

জানা গিয়েছে, পরীক্ষার ফলাফলের পাশাপাশি, NTA অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণও ভাগ করে নিয়েছে যেমন NTA 100 স্কোরার, শীর্ষস্থানীয় এবং আরও অনেক কিছুর তালিকা। JEE মেইন ২০২৫ সেশন ২-এ মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থী রাজস্থানের। রাজস্থান সাতজন শীর্ষস্থানীয়, তারপরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ (তিনজন করে), পশ্চিমবঙ্গ, গুজরাট এবং দিল্লি (দুজন করে), এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে একজন করে শীর্ষস্থানীয়। সেখানেই নাম রয়েছে বাংলার দুজনের।

READ MORE:  সরকারি কর্মীদের জন্য সুখবর, ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের জন্য ৬% DA বৃদ্ধির ঘোষণা সরকারের

এখন নিশ্চয়ই ভাবছেন সেই দুজনের মেধাবী পরীক্ষার্থীর নাম কী? এই বিষয়ে সর্বভারতীয় জয়েন্টের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০। দেবদত্তা মাঝি নামটি কী চেনা ঠেকছে? যদি মনে করতে না পারেন তাহলে জানিয়ে রাখি, এই দেবদত্তা ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় বাংলায় প্রথম হয়েছিল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এবার তাঁর সাফল্যের মুকুটে আরও এক নয়া পালক জুড়ল। স্বাভাবিকভাবেই এখন দেবদত্তা ও অর্চিষ্মান নন্দীর বাড়িতে খুশির হাওয়া বইছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসে কারা ১০০ পেল? রইল তালিকা

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসে কারা ১০০ পেল? একনজরে দেখে নিন তালিকা।

READ MORE:  Weather Update: ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গে 'লু' বওয়ার সম্ভাবনা! আগামীকালের আবহাওয়া | Temp May Rises Across South Bengal

১) মহম্মদ আনাস: রাজস্থান।

২) আয়ূষ সিংঘল: রাজস্থান।

৩) অর্চিষ্মান নন্দী: পশ্চিমবঙ্গ।

৪) দেবদত্তা মাঝি: পশ্চিমবঙ্গ।

৫) আয়ূষ রবি চৌধুরী: মহারাষ্ট্র।

৬) লক্ষ্য শর্মা: রাজস্থান।

৭) কুশাগ্রা গুপ্তা: কর্ণাটক।

৮) হর্ষ এ গুপ্তা: তেলাঙ্গানা।

৯) আদিত প্রকাশ ভাগড়ে: গুজরাট।

১০) দাক্ষ: দিল্লি।

১১) হর্ষ ঝা: দিল্লি।

১২) রজিত গুপ্তা: রাজস্থান।

READ MORE:  প্রতি মিনিটে মিলবে আপডেট, শিয়ালদহ স্টেশনের লাইভ আপডেট দিতে নয়া অ্যাপ আনল রেল

১৩) শ্রেয়স লোহিয়া: উত্তরপ্রদেশ।

১৪) সক্ষম জিন্দল: রাজস্থান।

১৫) সৌরভ: উত্তরপ্রদেশ।

১৬) বাঙ্গালা অজয় রেড্ডি: তেলাঙ্গানা।

১৭) সানিধ্য শরাফ: মহারাষ্ট্র।

১৮) বিশাদ জৈন: মহারাষ্ট্র।

১৯) অর্ণব সিং: রাজস্থান।

২০) শিবেন বিকাশ তোশনিওয়াল: গুজরাট।

২১) কুশাগ্র বৈগাহা: উত্তরপ্রদেশ।

২২) সাই মানোঙ্গনা গুথিকোন্ডা: অন্ধ্রপ্রদেশ।

২৩) ওমপ্রকাশ বেহেরা: রাজস্থান।

২৪) বাণীব্রত মাঝি: তেলাঙ্গানা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.