মাধ্যমিকে ৫০% নম্বরে চাকরি, ভারতীয় রেলের হুইল ফ্যাক্টরিতে প্রচুর নিয়োগ
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যারা ভারতীয় রেলের চাকরি সুযোগ খুঁজছিলেন তাদের জন্য এবার দারুণ সংবাদ। রেল হুইল ফ্যাক্টরি ভারতীয় রেলের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই সংস্থার তরফ থেকে অজস্র শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের (Rail Wheel Factory Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ট্রেডের মাধ্যমে নিয়োগ করা হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং প্রতি মাসে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
কোন ট্রেডে কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, আবেদন করবেন কীভাবে, কত টাকা বেতন দেওয়া হবে, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি তাকাই তাহলে এখানে মোট ১৯২টি শূন্যপদ পাওয়া যাবে, যেখানে ফিটার ট্রেডের জন্য ৮৫টি, মেশিনিস্ট ট্রেডের জন্য ৩১টি, মেকানিক ট্রেডের জন্য ৮টি, টার্নার ট্রেডের জন্য ৫টি, ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য ১৮টি এরকম বিভিন্ন ট্রেডের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ থাকছে।
আগেই বলা হয়েছে, চাকরিপ্রার্থীরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে এখানেই শেষ নয়, মাধ্যমিকে অবশ্যই ৫০% নাম্বার থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT দ্বারা স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় দেওয়া হচ্ছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে নির্বাচিত প্রার্থীদের বেশিরভাগ ট্রেডের জন্যই ১২,২৬১/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে। তবে CNC প্রোগ্রামিং কাম অপারেটর ট্রেডের জন্য প্রতি মাসে ১০,৮৯৯/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
এক্ষেত্রে বলে রাখি, এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে। সর্বপ্রথম রেল হুইল ফ্যাক্টরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করতে হবে। এরপর নীচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র এই ঠিকানায় পাঠান- General Manager’s Office, Rail Wheel Factory, Yelahanka, Bangalore – 560064
এক্ষেত্রে বলে রাখি, এখানে আবেদনের শেষ তারিখ ১লা এপ্রিল, ২০২৫। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদনপত্র পাঠিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি লাগবে। তবে SC, ST, PwBD বা মহিলা প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার উল্লেখ করা নেই বিজ্ঞপ্তিতে। মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই মেধা তালিকা প্রস্তুত করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- Rail Wheel Factory Official Website
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.