প্রীতি পোদ্দার, কলকাতা: সংশোধিত ওয়াকফ আইন বহু বিতর্কের পর অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় পাশ করেছে। কিন্তু সেই বিল একদমই মানতে চাইছে না দেশের সংখ্যালঘু সম্প্রদায়। তাই এই বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। তার জন্য পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। এমনকি সেই প্রতিবাদের আঁচ এসে পড়েছে বাংলাতেও। দিন কয়েক আগে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ এবং মালদায়। এছাড়াও রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। আর এই আবহে এবার এবার এই আইন বাতিলের দাবিতে ‘ব্রিগেড চলো’র (Brigade Rally) ডাক দেওয়া হল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
অশান্তির আঁচ বাংলা জুড়ে
কিছুদিন আগেই সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে ভাঙড়ে পুলিশের ওপর হামলা করে বিক্ষোভকারীদের একাংশ। গাড়িতে পরপর আগুন লাগানো থেকে শুরু করে হামলা ও হিংসা ছড়ানোর ঘটনা ঘটে। আর এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মিনাখাঁ, বাসন্তী, ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আইএসএফ নেতা-কর্মীরা কলকাতা যাওয়ার জন্য রওনা দিলে পুলিশের বাধার মুখে পড়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। যদিও রাজ্যে প্রতিবাদ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিকে গতকাল অর্থাৎ শুক্রবার পিরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভার আয়োজন করে পিরজাদারা। কিন্তু সেই সভায় উপস্থিত ছিলেন না ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
জানা গিয়েছে গতকালের প্রতিবাদ সভায় নওশাদ সিদ্দিকির অনুপস্থিতির মাঝেই শুক্রবারের সভা থেকেই ব্রিগেডে এবার সমাবেশ করার ডাক উঠল। জানা গিয়েছে আগামী ২৬ এপ্রিল এই সমাবেশের ডাক দিয়েছে উপস্থিত ফুরফুরার একাংশ। এবং মুসলিম ল’ বোর্ডের তরফে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয়। ফুরফুরা পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, ‘‘ আমরা পিরজাদারা সমর্থন করেছি। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে। সে দিন ব্রিগেডে জনপ্লাবন ঘটবে। ’’ যদিও ব্রিগেডের সেই সমাবেশে তহ্বা, নওশাদ বা তাঁর দাদা আব্বাস সিদ্দিকি থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অন্যদিকে ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভ কর্মসূচির মাঝেই সিপিএমের বিভিন্ন গণ সংগঠনের তরফে আগামী কাল, রবিবার ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকে সাতটিরও বেশি বড় মিছিলের আসার কথা ব্রিগেডে। শিয়ালদহ ও হাওড়া স্টেশন, পার্ক সার্কাস ময়দান, খিদিরপুর মোড়, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড়-সহ আটটি জায়গায় জমায়েতের পরে বামকর্মীরা মিছিল করে ব্রিগেডে যাবেন। পাশাপাশি ছোট ছোট একাধিক মিছিলের আসার কথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে। যার ফলে পুলিশের অনুমান, ওই সব ছোট-বড় মিছিলের জেরে বিক্ষিপ্ত ভাবে শহরের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।