মায়ের ‘সহবাস সঙ্গী’! বাবা নয়, শোভনকে কী নামে ডাকে মহুল?

শ্বেতা মিত্র, কলকাতা: এখনও সরকারী স্বীকৃতি পায়নি শোভন – বৈশাখীর (Sovan Chatterjee Baisakhi Banerjee Relations) প্রেমের সম্পর্ক। বৈশাখী মনোজিৎ মন্ডলের কাছ থেকে ডিভোর্স পেলেও, সরকারী মতে শোভনের সঙ্গে রত্নার সম্পর্ক ছিন্ন এখনও হয়নি। বিষয়টি এখনও আদালতে ঝুলে রয়েছে। শোভন-রত্নার ডিভোর্স এখনও না হলে কি হবে, শোভন-বৈশাখীর সম্পর্ক সর্বজনবিদিত। বলা হয় তাঁরা একে অপরের সহবাস সঙ্গী। বৈশাখীর একটি মেয়ে রয়েছে। নাম মহুল। ভালো নাম রিলিনা। এই রিলিনা শোভনকে কীভাবে সম্বোধন করে? তার আগে একটু ফিরে তাকানো যাক।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

শোভনকে কী নাম ডাকে বৈশাখীর মেয়ে?

জানা যায়, বাড়ির অমতে মনোজিৎ মন্ডলকে বিয়ে করেছিলেন বৈশাখী। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। মনোজিৎ তাঁর ওপর অত্যাচার চালাতেন বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন বৈশাখী। এমনকি মেয়ের সামনেও মনোজিৎ তাঁকে মারধর করেছিলেন বলে বৈশাখীর অভিযোগ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রথম যেদিন আমাকে মেয়ের সামনে মার খেতে হল, ও তখন বছর তিনেকের। হঠাৎ দেখল আমি প্রচণ্ড মার খাচ্ছি। ও কাঁদতে শুরু করল। বুঝেছিলাম এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাকে”।

READ MORE:  Happy Promise Day 2025 Wishes In Bengali: সঙ্গীকে এভাবে জানান প্রমিস ডে-র শুভেচ্ছা, রাগ করলেও মন গলে যাবে বরফের মতো | Valentine Week Promise Day Celebration

এরপর সম্পর্কে ভাঙন ও বিচ্ছেদ। বৈশাখীর জীবনে আসেন শোভন। বৈশাখীর মেয়ে থাকে তার মায়ের সঙ্গে। মানে শোভন, বৈশাখী ও মহুল, এই তিনজনকে নিয়েই এখন ঘর। মহুল তাঁর নামের সঙ্গে মন্ডল পদবী রাখতে চাইতো না বলে সংবাদ মাধ্যমে প্রকাশ। পদবী বদল করার জন্য সব রকম ব্যবস্থা করে দেন শোভন। বৈশাখীর বন্দ্যোপাধ্যায়ের কন্যার নামেও এখন বন্দ্যোপাধ্যায় পদবী শোভা পাচ্ছে। আইনত বাবা না হলেও, শোভন পুরোদস্তর অভিভাবকের দায়িত্ব পালন করে চলেছেন। এক সাক্ষাৎকারে বৈশাখী জানিয়েছিলেন যে, তিনি তার মেয়ের জন্য শোভনের মতো বর চান!

READ MORE:  BSNL 45 Days Plan: ৪৫ দিনের প্ল্যানে ধামাকা BSNL-র! চাপে Jio, Airtel | Bharat Sanchar Nigam Limited 45 Days Plan

শোভনকে এই মিষ্টি নাম ডাকে মহুল

যাচ্ছেন স্কুলের পেরেন্ট টিচার মিটিংয়ে। বৈশাখী চাইছেন, অন্তত মনোজিতের মতো কেউ যেন তাঁর মেয়ের জীবনে না আসুক। বরং শোভনের মতো কেউ এখন তাঁর মেয়ের জীবনে সঙ্গী হিসেবে এলে মহুল অনেক সুখে থাকতে পারবে বলে মনে করেন মহুলের মা শোভন। শোভন ও মহুল একে অন্যকে সম্বোধন করেন ‘ দুষ্টু ‘ নামে। এই মেয়ের প্রয়োজনীয় সব কিছুই করেন শোভন।

READ MORE:  Kolkata To Chennai: মাত্র ৬০০ টাকায় ৩ ঘণ্টায় কলকাতা থেকে চেন্নাই! ট্রেন বা বিমান নয়, নয়া আবিষ্কার IIT-র | E Flying Boat By IIT Madras