মার্চের শেষে লম্বা ছুটি! ৫ দিন বন্ধ স্কুল, কলেজ, অফিস? দেখে নিন রাজ্য সরকারের হলিডে লিস্ট
প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনে কাজের চাপে মানুষের মন মেজাজ এতটাই বিগড়ে গিয়েছে যে কোনো কিছুতেই শান্ত ভাবে মন বসাতে পারছে না। তাই সেক্ষেত্রে ছোট খাটো শর্ট তৃপ হলে মন্দ হয় না। এদিকে কাজের মাঝখানে একটানা ছুটি (Govt Holidays) দিতেও নারাজ অফিসের বস। কিন্তু যদি এই ছুটি গুলি আপনা আপনি চলে আসে আপনার কাছে, তাহলে মন্দ কি? হ্যাঁ, ঠিকই পড়ছেন, এবার মার্চের শেষে মিলছে পরপর টানা ৪ দিন ছুটি। একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি।
চলতি বছর মার্চ মাসের ছুটির তালিকা ভালো করে খেয়াল করলে জানা যাবে যে এই মাসের প্রথম ছুটির দিন ছিল ১৪ মার্চ। সেদিন দোল যাত্রা উপলক্ষে রাজ্য সরকার ছুটি দিয়েছিল। এরপর ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি দিতে চলেছে।এবং সর্বশেষে ৩১ মার্চ ইদ-উল-ফিতর উপলক্ষে ছুটি দিতে চলেছে রাজ্য সরকার। তবে একদিন নয় টানা দুইদিন ইদ-উল-ফিতরের জন্য ছুটি দিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ ১ এপ্রিল ছুটি। আর এই ছুটির মধ্যে একটি শর্ট ট্রিপের প্ল্যান অনায়াসে করা যায়।
আসলে আগামীকাল অর্থাৎ ২৭ তারিখ বৃহস্পতিবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি দিচ্ছে। পরের দিন অর্থাৎ ২৮ তারিখ পড়ছে শুক্রবার। সেক্ষেত্রে যদি এদিন সিক লিভ নেওয়া যায় তাহলে টানা ছুটি পাওয়া যাবে ৬ দিন। এখন নিশ্চয়ই ভাবছেন টানা ৬ দিন কীভাবে? আসলে ২৯ ও ৩০ তারিখ পড়ছে শনিবার, রবিবার। তারউপর ৩১ এবং ১ তারিখ সোম-মঙ্গল ইদ-উল-ফিতরের ছুটি। তাই সব মিলিয়ে মোট ছুটি পাওয়া যাচ্ছে ৬ দিন। তাই এই সময়ে টানা ছুটিতে পরিবার বা বন্ধুবন্ধব নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারবেন আপনিও।
কিছুদিন আগে ইদে দু’দিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় ছুটি নেই বলে কলকাতা পুরসভার তরফ থেকে এক ভ্রান্তিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে ধর্মবিদ্বেষী মনোভাবের অভিযোগ তোলে বিজেপি। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা শোকজ করে সাসপেন্ড করে দেয় সংশ্লিষ্ট অফিসার সিদ্ধার্থশঙ্কর ধারাকে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
This website uses cookies.