লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মার্চ মাসে মিলবে প্রচুর রেশন সামগ্রী, দেখে নিন কোন কার্ডে কতটা পাবেন

Published on:

পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য মার্চ মাসে খাদ্য বিতরণ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তা করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতি মাসের মতো এবারও রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ম মেনে প্রদান করা হবে।

আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন? চাল, গম, আটা বা চিনি কোন কার্ডে কতটা পরিমাণে বরাদ্দ হয়েছে? সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

রেশন কার্ডের ধরন এবং সুবিধা

পশ্চিমবঙ্গ সরকার মূলত চার ধরনের রেশন কার্ড চালু চালু করেছে। এই কার্ডগুলির মাধ্যমে সাধারণ মানুষ সরকারের নির্ধারিত পরিমাণ অনুযায়ী খাদ্য সামগ্রী পান। এই কার্ডগুলি হল- 

  • অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
  • বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH)
  • অগ্রাধিকার পরিবার (PHH)
  • RKSY-1 ও RKSY-2
READ MORE:  Gold And Silver Price: টানা দু'দিন সোনার দামে ধস, সপ্তাহান্তে চমক দেখাচ্ছে রিপর দাম! রইল আজকের রেট | Gold And Silver Price Today

এছাড়া জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ রেশন কার্ডের ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

১) অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীদের সুবিধা

যারা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড পেয়েছেন তারা অত্যন্ত নিম্ন আয়ের শ্রেণীর মানুষ। তাই এই কার্ডধারীদের জন্য বেশি সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা মার্চ মাসে ২১ কেজি চাল, ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবেন। বর্তমানে গমের বদলে আটা দেওয়া হচ্ছে।

২) বিশেষ অগ্রাধিকার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH) কার্ডধারীদের সুবিধা

যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কিন্তু নিয়মিত আয়ের সমস্যার কারণে খাদ্য সামগ্রী কিনতে পারেন না, তাদের জন্য SPH ও PHH কার্ডের মাধ্যমে রেশনের সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা। এটি সাধারণত সেই সমস্ত পরিবারগুলির জন্য বরাদ্দ থাকে, যারা নিয়মিত আয়ের সংকটে রয়েছে এবং সরকার থেকে বিশেষ সহায়তা প্রয়োজন হয়।

READ MORE:  7th Pay Commission: কেন্দ্রের পথেই হাঁটবে রাজ্য? অক্ষয় তৃতীয়ার আগে বাড়তে পারে ২% DA | May 2% Dearness Allowance Hike Soon

৩)  RKSY-1 ও RKSY-2 কার্ডধারীদের সুবিধা

এই দুই ধরনের কার্ড সাধারণত কম আয়ের পরিবারগুলির জন্য বরাদ্দ করা হয়। তবে SPH ক্যাটাগরিতে না পড়লে অনেকেই RKSY কার্ডের সুবিধা পান। RKSY-1 কার্ডে প্রতি মাসে ৫ কেজি চাল পাওয়া যায় এবং RKSY-2 কার্ডে প্রতি মাসে ২ কেজি করে চাল পাওয়া যায়।

৪) জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের বিশেষ সুবিধা

জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের অতিরিক্ত রেশন দেওয়া হয়। কারণ এইসব অঞ্চলের মানুষদের আয়ের সুযোগ সীমিত এবং অধিকাংশ মানুষ চা বাগান বা বনাঞ্চলের শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। এই এলাকাগুলির বাসিন্দারা সাধারণ রেশন কার্ডের তুলনায় বেশি পরিমাণে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। 

READ MORE:  Gold And Silver Price Today: পয়লা বৈশাখে মুখ থুবড়ে পড়ল সোনা, রুপোর দাম! রইল আজকের রেট | Apr 15 Today Gold And Silver Price

আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন তা অবশ্যই জেনে নিন এবং নির্দিষ্ট সময়ে রেশন সংগ্রহ করুন। যদি কোন রকম সমস্যা হয় বা রেশন কম পান তাহলে ডিলারের সঙ্গে যোগাযোগ করুন বা সরকারি হেল্পলাইনে অভিযোগ জানান।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.