মার্চ মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখুন RBI-র ছুটির তালিকা
সৌভিক মুখার্জী, কলকাতা: মার্চ মাস আসতে আর বেশি দেরি নেই। আর এই মাসে ব্যাঙ্কের ছুটি (Bank Holiday) সম্পর্কে জানলে হয়তো অবাক হবেন। মাসের প্রায় অর্ধেক দিন ছুটি। যদি আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এখন থেকেই পরিকল্পনা করা জরুরী। বছরের তৃতীয় মাসটি বিভিন্ন উৎসব-পার্বণের জন্য ছুটির তালিকায় ভর্তি। জানলে অবাক হবেন, এই মাসে ১৩ দিন বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ঘোষণা করেছে যে, ৩১শে মার্চ ব্যাংক ক্লোজিং-ডে হলেও এই দিন ব্যাঙ্ক ছুটি থাকবে না।
চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন কোন দিন, কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১) ২রা মার্চ, রবিবার: এইদিন সাপ্তাহিক ছুটি। তাই সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২) ৭-৮ই মার্চ, শুক্রবার ও শনিবার: চাপচর কূট উৎসব উপলক্ষে আইজল শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩) ৯ই মার্চ, শনিবার: দ্বিতীয় শনিবার উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪) ১৩ই মার্চ, বৃহস্পতিবার: হোলিকা দহন উপলক্ষে দেরাদুন, কানপুর, রাঁচি এবং তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫) ১৪ই মার্চ, শুক্রবার: হোলি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬) ১৫ই মার্চ, শনিবার: ইয়াওসেং দিবস উপলক্ষে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭) ১৬ই মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮) ২২শে মার্চ, শনিবার: চতুর্থ শনিবার এবং বিহার দিবস উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৯) ২৩শে মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০) ২৭শে মার্চ, বৃহস্পতিবার: শবে কদর উপলক্ষে জন্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১) ২৮শে মার্চ, শুক্রবার: জামাআতুল বিদা উপলক্ষে জন্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২) ৩০শে মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকায় ৩১শে মার্চ ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। কারণ ওই দিন ঈদের ছুটি পড়েছিল। কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩১শে মার্চ কোনরকম ছুটি থাকবে না। এইদিন শুধুমাত্র মিজোরাম ও হিমাচল প্রদেশ ছাড়া দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে। গ্রাহকরা স্বাভাবিকভাবেই তাদের লেনদেন করতে পারবে।
যেহেতু মার্চ মাসে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই আপনার জরুরী লেনদেন, চেক জমা, ক্যাশ উইথড্রল বা অন্য কোন ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ থাকলে আগেভাগে পরিকল্পনা সেরে ফেলুন। বিশেষ করে ১৪ই মার্চের ছুটির পরে ব্যাঙ্কে প্রচুর পরিমাণে ভিড় হতে পারে। তাই দেরি না করে এখনই পরিকল্পনা করুন।
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
This website uses cookies.