মার্চ মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ, এখনই দেখে নিন ছুটির তালিকা
মার্চ মাস তো এসে গেল। কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে ব্যাংক সংক্রান্ত সমস্ত কাজকর্ম আগেভাগে পরিকল্পনা করে সেরে নেওয়া ভালো। কারণ জানলে অবাক হবেন, এই মাসে দেশের বিভিন্ন রাজ্যে মোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এই মাসের ছুটির তালিকা ঘোষণা করেছে।
যদিও ৩১শে মার্চ ঈদের ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত ছিল। তবে RBI একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, ওই দিন ব্যাংক বন্ধ থাকবে না। চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।
মার্চ মাসে রয়েছে হোলির মত সবথেকে বড় উৎসব। এছাড়াও বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব এবং ধর্মীয় উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি নিয়মিত দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। তাই ব্যাংক সংক্রান্ত জরুরী কাজ আগেভাগেই সেরে নেওয়া ভালো।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকায় ৩১শে মার্চ ঈদের ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। কিন্তু পরে RBI একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে,৩১শে মার্চ কোনরকম ছুটি থাকবে না। কারণ ওই দিন ব্যাংক ক্লোজিং-ডে হলেও সমস্ত লেনদেন এবং হিসাব-নিকাশ সম্পন্ন করতে ব্যাংক খোলা রাখতে হবে। তবে সাধারণত ঈদের দিন মিজোরাম এবং হিমাচল প্রদেশ বাদে অন্যান্য সমস্ত রাজ্যের ব্যাংক বন্ধ থাকে।
যেহেতু মার্চ মাসে একাধিক ছুটি রয়েছে, তাই ব্যাংক সংক্রান্ত সমস্ত জরুরী কাজগুলি জন্য আগেভাগেই পরিকল্পনা করা উচিত। প্রয়োজনে অনলাইন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারেন যা সব সময় উপলব্ধ।
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)…
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে চর্চা তুঙ্গে। মোদী সরকারের আমলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামানকে উৎখাতের চেষ্টা করেছিলেন ওপার বাংলার সেনাবাহিনীর অসাধুরা। তবে…
রেপো রেট (Repo Rate) একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শব্দ যা অনেকেই শুনেছেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।…
শীঘ্রই ভারতে আসছে Realme P3 সিরিজের নতুন ফোন। তবে তার আগে দাম কমলো এই সিরিজের…
Mahindra আজ ভারতে XUV700 Ebony Edition লঞ্চ করেছে, যার শুরু ১৯.৬৪ লক্ষ থেকে শুরু হয়ে…
This website uses cookies.