মাসে মাত্র ১০ হাজার বিনিয়োগে ৫ বছরে মিলবে ৭ লাখ! পোস্ট অফিসের চমৎকার স্কিম
নিরাপদ এবং নিশ্চিত সঞ্চয় খুঁজছেন? তাহলে পোস্ট অফিসের ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD) স্কিম হতে পারে আপনার জন্য আদর্শ। স্বল্প আয়ে নিয়মিত সঞ্চয়ের এই পরিকল্পনায় ঝুঁকি নেই, বরং নিশ্চিত রিটার্ন রয়েছে সরকারের গ্যারান্টিতে। চাকরি জীবনের শুরু হোক বা সংসারের ব্যস্ততার মাঝে একটু সঞ্চয়, এই স্কিমে ভবিষ্যৎকে নিরাপদ করা যায় সহজেই।
পাঁচ বছরের মেয়াদে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে সুদসহ পাবেন মোটা অঙ্কের রিটার্ন। সরকারি প্রকল্প হওয়ায় একে নিরাপদ বলা হয়।
– সুদের হার: ৬.৭% বার্ষিক (ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে)
– মাসিক ন্যূনতম জমা: ১০০ (উর্ধ্বসীমা নেই)
– কে অ্যাকাউন্ট খুলতে পারেন: প্রাপ্তবয়স্ক, যৌথ হিসাব, ১০ বছরের বেশি বয়সী শিশু, মানসিকভাবে অক্ষম ব্যক্তি
– মোট জমা (৫ বছরে): ৬,০০,০০০
– মোট সুদ: ১,১৩,৬৫৯
– ম্যাচুরিটি অ্যামাউন্ট: ৭,১৩,৬৫৯
– ১-১৫ তারিখে খোলা অ্যাকাউন্ট: প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কিস্তি জমা
– ১৬ তারিখের পর খোলা অ্যাকাউন্ট: প্রতি মাসের শেষ কর্মদিবসের মধ্যে জমা
– মাধ্যম: চেক বা নগদ, দুটোতেই খোলা যায় অ্যাকাউন্ট
– প্রতি অনুপস্থিত কিস্তিতে ১ জরিমানা
– টানা ৪ মাস কিস্তি বন্ধ থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
– ২ মাসের মধ্যে ফের চালু করা যাবে অ্যাকাউন্ট
– ৬ মাসের অগ্রিম কিস্তিতে ১০ ছাড়
– ১২ মাসের অগ্রিম কিস্তিতে ৪০ ছাড়
– যেকোনো সময় এই সুবিধা নেওয়া সম্ভব
– ১২ কিস্তি জমার পর মোট জমার ৫০% পর্যন্ত লোন
– সুদ: ২% অতিরিক্ত
– কিস্তিতে বা এককালীন পরিশোধের সুবিধা
– সময়মতো না দিলে ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে
– ৫ বছরের পর মূল টাকা ও সুদ হাতে পাবেন
– চাইলে মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যাবে
– অতিরিক্ত সময়েও সুদ পাবেন (আংশিক হলে সেভিংস অ্যাকাউন্টের হারে)
– অ্যাকাউন্টধারক মারা গেলে নমিনি বা উত্তরাধিকারী টাকা তুলতে পারবেন
– নিরাপদ ও গ্যারান্টিযুক্ত রিটার্ন
– স্বল্পমেয়াদি সঞ্চয়ের সুবিধা
– জরুরি সময়ে লোনের সুবিধা
– কোনও ঝুঁকি নেই, সরকারি প্রকল্প
– সবার জন্য সহজলভ্য
পরামর্শ: আপনি যদি মাসে ₹১০০ বা তার বেশি জমা রেখে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজই পোস্ট অফিসে গিয়ে RD স্কিমে বিনিয়োগ করুন। ছোট সঞ্চয়ে গড়ে তুলুন বড় ভবিষ্যৎ।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি পড়শী দেশে ঘটে যাওয়া এক ট্রেন (Pakistan Railway) হাইজ্যাকের ঘটনার পর…
সহেলি মিত্র, কলকাতা: আজ পয়লা বৈশাখ। চারিদিকে সাজো সাজো রব। কিন্তু এই উৎসবে জল ঢালতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী বছরের প্রথম দিনটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: মুর্শিদাবাদ, যেখানে একসময় মিষ্টি ঘ্রাণ আর ইতিহাসের গল্প লেখা থাকতো, আজ এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: বয়সের অঙ্ক যত গড়ায় তত বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ে। বিশেষ করে সিনিয়র…
টেলিকম জগতের পর এবার অটোমোবাইল দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে আম্বানির সংস্থা রিলায়েন্স। বহু প্রতিক্ষার পর…
This website uses cookies.