মেডিক্যালে ভর্তির দুর্নীতি কাণ্ডে ফের তদন্তে নামল ED! সূত্র এবার আরজি কর
প্রীতি পোদ্দার, কলকাতা: NRI কোটায় ডাক্তারিতে ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতি ছড়িয়েছে রাজ্য জুড়ে। গত বছরের শেষের দিকে রাজ্যের অন্তত পাঁচটি বেসরকারি মেডিক্যাল কলেজে যাদবপুর, বজবজ ও হলদিয়ার একটি করে এবং দুর্গাপুরের দু’টি মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যে এই কলেজগুলো জাল নথি জমা নিয়ে অনাবাসী ভারতীয় বা NRI কোটায় কোটি কোটি টাকার বিনিময়ে ডাক্তারিতে আসন বিক্রি করেছে। যার দরুন সেই সময় সল্টলেক, যাদবপুর, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া ও বোলপুর–সহ মোট ১৯টি জায়গায় রাজ্যজুড়ে বেআইনি ভাবে মেডিক্যালে ভর্তি দুর্নীতির তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।
সেই সময় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছিল যে, অনাবাসী ভারতীয় কোটায় ডাক্তারিতে ভর্তির জন্য প্রয়োজন NRI স্পনসরশিপ। সঙ্গে দরকার এম্ব্যাসি সার্টিফিকেট। আর এখানেই হয়েছে জালিয়াতি। জাল সার্টিফিকেট দিয়ে স্পনসরশিপ দেখিয়ে এনআরআই কোটায় ভর্তির অভিযোগ উঠেছে কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে। আর এই আবহে ফের রাজ্য জুড়ে অ্যাকশনে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।
সূত্রের খবর আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্ত করতে নেমে ED র নজরে উঠে আসে যে সকল পড়ুয়াদের ডাক্তারিতে ভর্তির সময় যে NRI সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা আসলে জাল নথি। আর সেই জাল সার্টিফিকেটের মাধ্যমে NRI কোটায় ভর্তিও হয়েছেন অনেকে। এদিকে তাঁরাই নাকি NRI নন। অজস্র গরমিল দেখে শেষে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার ময়দানে নামল ED। জানা গিয়েছে কলকাতা, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা-সহ মোট ৬টি এলাকায় ইতিমধ্যেই হানা দিয়েছে ED।
আসলে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির হদিশ মিলতেই তদন্তে নেমেছিল কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা ED ও CBI। সন্দীপ ঘোষ সহ দুই ভেন্ডার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে তদন্তের দরুন গ্রেপ্তার করেছে CBI। আর সেই তদন্তে নেমেই ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির হদিশ পেল তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জোর কদমে চলছে তল্লাশি। ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু যাদের বাড়িতে তল্লাশি চলছে তারা কীভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.