একজন মহিলাকে বেদম প্রহার করছেন আর এক মহিলা। সেই ঘটনার ভিডিও করেছেন একজন। আর সেই ভিডিওই এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যা দেখে ছিছিকার পড়ে গেছে নেটপাড়ায়। এ কেমন ব্যবহার?
সম্পর্কে তারা মা-মেয়ে। আর নিজের মেয়ের হাতেই বেদম প্রহৃত হলেন মা। আর এই ঘটনার ভিডিওই সোশ্যাল মাধ্যমে এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কোথায়? কবে এই ঘটনা ঘটেছে তা জানা না গেলেও এক মেয়ের তার মাকে নির্মমভাবে প্রহার করার ভিডিও দেখে চোখের জল চেপে রাখতে পারেনি, নেটপাড়া।
ধিক্কার, ঘেন্না কোন কিছুই হয়ত এই ঘটনার জন্য যথার্থ শব্দ নয়। চুলের মুঠি ধরে মারা থেকে শরীরে কামড়। মাকে চেপে ধরে মার, আর মেয়ের মারের হাত থেকে বাঁচতে মায়ের পরিত্রাহি কান্না, এই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়।
This is absolutely horrifying! A daughter torturing her own mother @cmohry @police_haryana @DGPHaryana @PMOIndia, urgent action is needed! Identify and punish the culprit. #JusticeForMother“pic.twitter.com/TGefDrIcdU
— Goonj – A voice of change (@avoiceofchange_) February 27, 2025
অভিযুক্তের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করেছেন নেটিজেনরা। শুধু হাতে মার নয় মুখেও যাচ্ছেতাই রকম গালাগালি। ঘটনাটি হরিয়ানাতে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে কারণ যিনি গালাগালি দিচ্ছেন তিনি হরিয়ানভি ভাষায় কথা বলছেন। কেউ একজন এই ঘটনার ভিডিও করলেও তিনিও নির্যাতিতাকে বাঁচাতে এগিয়ে আসেননি। নিজের মাকে কেউ এইভাবে অত্যাচার করতে পারে তা দেখে শিউরে উঠেছেন সবাই।