ভারতের মোবাইল গ্রাহকদের জন্য বড়সড় দুঃসংবাদ আসতে চলেছে। দেশের শীর্ষ টেলিকম সংস্থাগুলি—জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi)—চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে রিচার্জ প্ল্যানের ট্যারিফ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বলে খবর।
বিশেষজ্ঞদের মতে, এই ট্যারিফ বৃদ্ধির মূল কারণগুলির মধ্যে রয়েছে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, স্পেকট্রাম খাতে বিশাল বিনিয়োগ এবং লাইসেন্স ফি বাবদ খরচ বৃদ্ধি। পাশাপাশি, প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান বজায় রাখতে এবং লাভজনকতা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই বৃদ্ধির ফলে গ্রাহকদের উপর আর্থিক চাপ বাড়বে, বিশেষ করে যাঁরা নিয়মিত কম খরচের রিচার্জ প্ল্যান ব্যবহার করেন। বর্তমানে জনপ্রিয় যে মাসিক এবং ত্রৈমাসিক প্ল্যানগুলি আছে, সেগুলির মূল্যও বাড়তে পারে ২০ থেকে ৫০ পর্যন্ত। তবে, বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই দাম বৃদ্ধি সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। কারণ, ৫জি পরিকাঠামো তৈরি ও বজায় রাখতে যে পরিমাণ ব্যয় হচ্ছে, তা সামাল দিতে হলে রাজস্ব বাড়ানো ছাড়া আর উপায় নেই।
এখন প্রশ্ন উঠছে—এই ট্যারিফ বৃদ্ধির ফলে কি গ্রাহকেরা অন্য সংস্থার দিকে ঝুঁকবেন? না কি সবাই একইসঙ্গে দাম বাড়ালে বিকল্প থাকবে না? এই প্রশ্নের উত্তর পেতে এখনও সময় আছে, তবে ব্যবহারকারীদের আগাম সচেতন হওয়া জরুরি। আগামী দিনে যদি এই ট্যারিফ বৃদ্ধি বাস্তবে রূপ পায়, তবে দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য এটি হবে আর্থিক দিক থেকে একটি বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, সরকার বা টেলিকম রেগুলেটরি অথরিটি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কি না।