রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে নয়া অবতারে লঞ্চ হল এই মোটরসাইকেল, দাম জেনে নিন
ভারতে লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যে Triumph তাদের সবথেকে সস্তা মোটরসাইকেল, Speed T4 চারটি নতুন রঙে আপডেট করল। প্রথমে বাইকটির দাম ছিল ২.১৭ (এক্স-শোরুম) লক্ষ টাকা। কিন্তু গত ডিসেম্বরে ১৮ হাজার টাকার ডিসকাউন্ট অফার আনা হয়। ছাড় প্রযোজ্য হওয়ার পর বিক্রি হচ্ছিল ১.৯৯ লক্ষ টাকায়। কিন্তু এখন এই দামই স্থায়ী হয়ে গিয়েছে। ট্রায়াম্ফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই দামেই বাইকটি লিস্টেড আছে।
Triumph Speed T4 তার সেগমেন্টে সবচেয়ে ভ্যালু ফর মানি মডেল বললে ভুল হবে না। ডিজাইন এবং পারফরম্যান্সের দুর্দান্ত মেলবন্ধন রয়েছে। বাইকটির নতুন কালার অপশনগুলি হল – ক্যাস্পিয়ান ব্লু/ পার্ল মেটালিক হোয়াইট, লাভা রেড গ্লস/পার্ল মেটালিক হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক/পার্ল মেটালিক হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক/ স্টর্ম গ্রে।
রেট্রো স্টাইলের এই মোটরসাইকেল Speed 400-এর মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি, তবে অভ্যন্তরীণ অংশ পরিবর্তন করা হয়েছে। এটি ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দৌড়য়, যা ৭০০০ আরপিএম গতিতে ৩০.৬ বিএইচপি এবং ৫০০০ আরপিএমে ৩৬ এনএম টর্ক তৈরি করতে পারে। Speed 400-এর থেকে পাওয়ার কম হলেও ১০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয় করবে বলে দাবি ট্রায়াম্ফের।।
ট্রায়াম্ফ Speed T4 বাইকের বিশেষ ফিচার্সের তালিকায় রয়েছে, ফুল এলইডি লাইটিং, স্মার্টফোন কানেক্টিভিটি সহ সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ইত্যাদি। ফ্রন্টে ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন আছে। সামনে ও পিছনের অংশে যথাক্রমে ৩০০ মিমি ডিস্ক ও ২৩০ মিমি ডিস্ক ব্রেক উপলব্ধ। বাইকটির ওজন ১৮০ কেজি।
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
বিক্রম ব্যানার্জী, কলকাত: আসন্ন 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL-এর কথা মাথায় রেখে গত…
This website uses cookies.