রাজপথে মিছিল, SSC দফতরের সামনে অনশন! কোমর বেঁধে নামলেন চাকরিহারারা
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে কেটে গেল ১ সপ্তাহ। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি হারিয়ে ফেলল এসএসসি- র (SSC) প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। যার জেরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিক্ষোভের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এরই আবহে ভবিষ্যৎ এ তাঁদের জন্য কী অপেক্ষা করছে তা নিতে রীতিমত দিশেহারা এই ২৬ হাজার চাকরিহারা। আর কতদিন রাজ্যের ভরসায় বসে থাকবেন তাঁরা এই নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। সেই আবহে তাই এবার এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।
সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয় অনশন। সাংবাদিক বৈঠকে জানানো হয়, অনশনে প্রথম বসছেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক। এদিনের অনশনে মূল লক্ষ্য হল ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অবিলম্বে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করা। এছাড়াও পুলিশি লাঠিচার্জের প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে। এছাড়াও নাগরিক সমাজকে তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়েছেন, যত ক্ষণ না যোগ্যদের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ হবে, তত ক্ষণ পর্যন্ত নড়বেন না তাঁরা।
অন্যদিকে চাকরিহারাদের অনশন প্রতিবাদ ছাড়াও কসবায় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ ঘটনার প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজপথে মিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা ১২টা নাগাদ শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে। মিছিল হবে রানি রাসমণি পর্যন্ত। এ ছাড়া, শুক্রবার এসএসসি অভিযানেরও ডাক দিয়েছেন চাকরিহারারা। এ বিষয়ে সুমন বলেন, ‘‘আমরা আগেও বলেছি, আত্মত্যাগের জন্য আমরা প্রস্তুত। তাই আমরা লাগাতার অনশন শুরু করতে চলেছি। আপনারা আসুন, সহযোগিতা করুন।’’ বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন চাকরিহারাদের একাংশ। কিন্তু পুলিশের বিরুদ্ধে তাঁরা অভিযোগ করেন যে, তাঁদের ত্রিপল বিছানোরও অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। তাই এ বার রোদবৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
যদিও গতকাল কসবায় চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ এর ঘটনাকে ঘিরে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি বার্তা দিয়েছেন, “সকলকে সংযত থাকতে হবে। রাজ্য সরকার আইনি পথেই বিষয়টি ফেরত নিয়ে আসার চেষ্টা করছে। তার জন্য পাঁচজন দুঁদে আইনজীবী ঠিক করা হয়েছে।” অন্যদিকে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি দফতরে এসে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন। সেখানে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের জন্য দু’দিন সময়সীমা বেঁধে দেন প্রাক্তন বিচারপতি। আর তা না হলে শনিবার দিন বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.