রাজ্যের সব বি.এড কলেজ এবার বন্ধ হয়ে যাবে, কেন্দ্রের নতুন নিয়ম লাগু হল
এবার শিক্ষাক্ষেত্রে কেন্দ্র সরকারের নতুন নীতির জেরে বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক ডি.এল.এড (D.El.Ed) ও বি.এড (B.Ed) কলেজ। কেন্দ্রীয় শিক্ষানীতির আওতায় মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার ফলে আগামী দিন থেকে এই সমস্ত কলেজকে সাধারণ ডিগ্রী কলেজের মতই বিএ, বিএসসি, বিকম ইত্যাদি কোর্স চালু করতে হবে। তা নাহলে নতুন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স ITEP চালুর অনুমতি দেওয়া হবে না।
এই নিয়ম কার্যকর হলে রাজ্যের প্রায় ১২০০টি সরকারি ও বেসরকারি ডি.এল.এড (D.El.Ed) ও বি.এড (B.Ed) কলেজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সম্প্রতি শিক্ষক-শিক্ষিকার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা NCTE একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নতুন পদ্ধতির এই কোর্স চালু করা হবে। কিন্তু সমস্যা হল বর্তমানে গোটা দেশের মাত্র ৬৫টি প্রতিষ্ঠান এই যোগ্যতা অতিক্রম করেছে। কারণ নতুন নিয়ম অনুযায়ী-
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই কঠোর শর্ত পূরণ করতে না পারলে কী হবে? বিশেষজ্ঞদের মতে, এই শর্ত পূরণ করতে না পারলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ডি.এল.এড (D.El.Ed) ও বি.এড (B.Ed) কলেজ বন্ধ হয়ে যেতে পারে।
নতুন শিক্ষানীতিতে “ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম” (ITEP) চালু করার কথাও বলা হয়েছে। দ্বাদশ শ্রেণী পাশ করার পর চার বছরের এই কোর্স করলে সেটিকে ডি.এল.এড (D.El.Ed) ও বি.এড (B.Ed) ডিগ্রির সমতুল্য ধরা হবে। এর ফলে বি.এড-এর জন্য ১ বছর সময় বেঁচে যাবে এবং আরো আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।
২০২৮ সালের মধ্যে সমস্ত কলেজকে এই নতুন নিয়মের অধীনে পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নাহলে কলেজ সহ সম্পূর্ণ শিক্ষকদের স্বীকৃতি হারিয়ে যেতে পারে।
এই পরিবর্তনের ফলে বিশেষজ্ঞরা যে প্রভাবগুলি দেখছে সেগুলি হল-
সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতের মতো দেশে এত দ্রুত পরিবর্তন কার্যকর করা সহজ হবে না। পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া এই নীতি বাস্তবায়ন করলে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
এই নীতির একদিকে যেমন নতুন শিক্ষানীতি গড়ে উঠবে, অন্যদিকে বহু প্রতিষ্ঠানের অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কীভাবে এই সমস্যার সমাধান খুঁজে বার করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.