লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রাজ্যে কমছে বিদ্যুতের দাম, কবে থেকে, কতটা? বড় ঘোষণা মমতার

Published on:

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বাজেট পেশের পর দেউচা পাচামি কয়লাখনির বিষয়ে পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, আগামী ১০০ বছর ধরে এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ এর চাহিদা পূরণ করবে। একই সঙ্গে বিদ্যুতের দাম কমানোরও আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

দেউচা পাচামি প্রকল্প: কী বললেন মুখ্যমন্ত্রী?

বাজেট পেশের পর দেউচা পাচামি প্রকল্পের (deucha pachami coal mine) গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “দেউচা পাচামি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এলাকার আদিবাসীদের চাকরি দেওয়া হয়েছে। যারা জমি দিয়েছেন তাদের ক্ষতিপূরণ, বাড়ি, স্কুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

READ MORE:  আরও বাড়তে পারে দাম, নয়া বিদ্যুৎ বিল আনল সরকার! বিপাকে পড়বে জনগণ?

তবে এখনো কিছু জমির প্রয়োজন। যারা জমি দেবেন তারাও একই রকম সুবিধা পাবেন। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি। এই কয়লা খনির ফলে ১ লক্ষের বেশি যুবক-যুবতী কাজ পাবেন। পাশাপাশি এখানে কয়লা উৎপাদন শুরু হলে বিদ্যুতের দাম এখনকার তুলনায় অনেকটাই হ্রাস পাবে।”


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

লোডশেডিং মুক্ত হবে বাংলা

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দেউচা পাচামি কয়লাখনি থেকে কয়লা উত্তোলন একবার শুরু হয়ে গেলে রাজ্যে বিদ্যুতের (Electricity) দাম উল্লেখযোগ্যভাবে কমানো হবে। তিনি বলেছেন, “আগামী প্রজন্মকে লোডশেডিং-এর সমস্যায় যাতে ভুগতে না হয় সেজন্য এই প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ।”

READ MORE:  ৬০,০০০ বছর মিলবে বিনামূল্যে বিদুৎ! সীমাহীন জ্বালানির উৎস পেলেন চিনের বিজ্ঞানীরা

বিদ্যুতের দাম নিয়ে CESC-এর নীতিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়ায় না। তবে CESC নিজেদের নিয়মে দাম বাড়িয়ে ফেলে। সিপিএম সরকার এদের অধিকার দিয়ে গেছে। এতে রাজ্যের কোনরকম হাত নেই। তবে ভবিষ্যতে দেউচা পাচামি প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের দাম অনেকটাই কমানো সম্ভব হবে।”

প্রশাসনের পদক্ষেপ

কয়লাখনি প্রকল্প শুরু করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা দেখা গিয়েছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা পরিবেশ নষ্ট এবং বনাঞ্চল ধ্বংসের সংশয় নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছিল। তবে প্রশাসনের তরফ থেকে তাদের পুনর্বাসনের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দিয়ে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। 

READ MORE:  স্কুলে ব্রডব্যান্ড, শুল্কশূন্য ৩৬ জীবনদায়ী ওষুধ, জেলায় জেলায় ক্যান্সার হাসপাতাল! ঘোষণা বাজেটে

বিশেষজ্ঞদের মতে দেউচা পাচামি প্রকল্প রাজ্যের বিদ্যুৎ উৎপাদন শিল্পে বিপ্লব নিয়ে আসবে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরো উন্নতি হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

ভবিষ্যৎ পরিকল্পনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, “দেউচা পাচামি কয়লাখনি রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যতম শক্তি উৎপাদন কেন্দ্রে পরিণত হবে।” এই প্রকল্প রাজ্যের উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা বলা যায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.