রাজ্যে তৈরি হচ্ছে নতুন ৪টি ESI হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিক খুলছে এবার
রাজ্য এবং কেন্দ্রের মধ্যে অনুদান সংক্রান্ত টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলে আসছিল। একাধিক সরকারি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব চলছিল। তবে এবার এক বড়সড় পরিবর্তন দেখা গেল। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রের প্রস্তাবে রাজি হল রাজ্য সরকার। আর তার ফলস্বরূপ বাংলায় তৈরি হতে চলেছে নতুন চারটি ESI হাসপাতাল (ESI hospitals।
এই সিদ্ধান্তে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং-এর মত জেলাগুলিতে মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং শীঘ্রই এই প্রকল্পের কাজ হবে।
অনেকদিন আগেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু এতদিন বিষয়টি ঝুলে ছিল। এবার রাজ্য সরকার প্রস্তাবে সাই দিয়েছে এবং স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। এই নতুন হাসপাতালগুলির মাধ্যমে রাজ্যের বহু মানুষ উন্নতমানের চিকিৎসা সুবিধা পাবেন এবং শ্রমিকদের স্বাস্থ্য পরিসেবা আরও উন্নত হবে।
সূত্র মারফত জানা যাচ্ছে, চারটি অত্যাধুনিক ESI হাসপাতাল তৈরি করা হবে উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগরে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় এবং দার্জিলিং জেলায়। এই হাসপাতালগুলিতে অত্যাধুনিক পরিকাঠামো এবং উচ্চমানের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।
বিশেষজ্ঞরা মনে করছে, পাহাড়ি এলাকায় চিকিৎসার পরিকাঠামো সবসময় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই দার্জিলিং-এ একটি ১০০ শয্যার হাসপাতাল চালু হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। একইভাবে হলদিয়াতে ১০০ শয্যার একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। শিল্পাঞ্চল হওয়ায় এখানে অনেক শ্রমিক কাজ করেন। ফলে এই হাসপাতালে তাদের উন্নত চিকিৎসা পাওয়া যাবে।
এছাড়া শ্যামনগরে এবং খড়্গপুরের হাসপাতালগুলোতেও সাধারণ মানুষের জন্য উন্নত পরিকাঠামো ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা চালু করা হচ্ছে।
এতদিন পর্যন্ত সারা দেশে মোটে ১৬০টি ESI হাসপাতাল ছিল। এর মধ্যে আটটি সাধারণ হাসপাতাল এবং দুটি দন্ত চিকিৎসার হাসপাতাল রয়েছে। এবার নতুন চারটি হাসপাতাল যুক্ত হওয়ায় বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নত হবে।
বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং পাহাড়ি এলাকায় রোগীদের জন্য অত্যাধুনিক পরিষেবা নিশ্চিত হবে। হাসপাতালগুলোতে প্যারামেডিকেল কোর্স চালু করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে একদিকে যেমন চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ হবে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন দিক খুলে যাবে।
এই নতুন হাসপাতালগুলোতে সে সুবিধাগুলি মিলবে সেগুলি হল-
রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে অনেক বিতর্ক থাকলেও এই চারটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাংলার মানুষদের জন্য খুবই উপকৃত হতে চলেছে। বিশেষত দক্ষিণবঙ্গ এবং পাহাড়ি এলাকার মানুষরা খুব সহজে উন্নত চিকিৎসা পরিষেবা নিতে পারবেন।
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে OnePlus Nord 4 5G ডিভাইসটি ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। ওয়ানপ্লাস বাজারে…
শ্বেতা মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে তীব্র তাপদাহে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের প্রাণ রীতিমতো…
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.