রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাসের ঘোষণা, সুবিধা পাবেন পেনশনভোগীরাও
রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাসের ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কর্মীদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তাঁরা চলতি অর্থবর্ষে এই বোনাসের সুবিধা পাবেন। বেতনের পরিমাণ ৪৪,০০০ টাকার বেশি হলে তাঁরা এই সুবিধার আওতায় পড়বেন না। মুসলিম কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপূজার আগে এই বোনাস পাবেন। এছাড়া, পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তাঁরা ৬,৮০০ টাকা বোনাস হিসেবে পাবেন। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন ও ভাতা পর্যালোচনা) নীতি অনুযায়ী এই বোনাস নির্ধারিত হয়েছে। বোনাসের মধ্যে বাড়িভাড়া, চিকিৎসা খরচ বা অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত নয়।
২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যাঁদের বেতন ৪৪,০০০ টাকার সীমা ছাড়িয়ে গেলেও ৫২,০০০ টাকার কম থাকবে, তাঁরা ২০,০০০ টাকা পর্যন্ত উৎসব অগ্রিম ঋণ নিতে পারবেন। এই ঋণের ক্ষেত্রে কোনও সুদ দিতে হবে না এবং এটি কর্মীদের বেতন থেকে কিস্তিতে কেটে নেওয়া হবে। সর্বোচ্চ ১০টি কিস্তিতে এই ঋণ শোধ করতে হবে এবং ২০২৬ সালের ৩১ আগস্টের মধ্যে পুরো টাকা ফেরত দিতে হবে।
যে অস্থায়ী কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও এই বোনাসের আওতায় আসবেন। তবে ২০২৫ সালের ১ নভেম্বরের আগে যাঁরা অবসর নেবেন, তাঁরা এই ঋণ সুবিধা পাবেন না। যারা ২০২৫ সালের ৩১ মার্চ থেকে ১ অক্টোবরের মধ্যে সরকারি চাকরিতে যোগ দেবেন, তাঁরাও এই ঋণের সুবিধা নিতে পারবেন।
রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও বোনাসের ঘোষণা করা হয়েছে। যাঁদের মাসিক বেতন ১০,০০০ টাকার মধ্যে, তাঁরা ৩,৫০০ টাকা বোনাস পাবেন। আর যাঁদের বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তাঁরা ৬,৮০০ টাকা বোনাস পাবেন।
শাসকদলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন, ৫০,০০০ টাকার কম বেতনপ্রাপ্ত কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ন্যায়সংগত। তিনি জানান, ‘‘এ গ্রুপ ও বি গ্রেডের আধিকারিকদের একাংশ বোনাস পান না। তবে তাঁরা বিনা সুদে সরকারের থেকে অগ্রিম অর্থ পেতে পারেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে আমরা সম্পূর্ণ সমর্থন জানাই।’’
এই ঘোষণার ফলে উৎসবের আগে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা আর্থিক স্বস্তি পাবেন।
ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
This website uses cookies.