লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রাত পোহালেই লঞ্চ হচ্ছে Samsung-এর দুই নতুন 5G ফোন, সস্তায় পাবেন ট্রিপল ক্যামেরা | Samsung Galaxy M06 M16 5G India Launch Date 27 February

Published on:

Samsung Galaxy M16 5G ও Galaxy M06 5G জল্পনার অবসান ঘটিয়ে এই সপ্তাহেই ভারতে লঞ্চ হচ্ছে। আমাজন ইন্ডিয়া এ দেশে ফোন দুটির লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। Galaxy M16 5G এবং Galaxy M06 5G গত বছরের Galaxy M15 ও Galaxy M05-এর উত্তরসূরী হিসাবে আসছে। M16 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর অন্য মডেলটি সাশ্রয়ী মূল্যে ডুয়েল রিয়ার ক্যামেরা অফার করবে।

READ MORE:  Samsung Galaxy Tab S10 FE Plus Launched: বিশাল ডিসপ্লে, AI ফিচার্স ও 10,090mAh ব্যাটারির সমন্বয়ে নতুন ট্যাব আনল স্যামসাং | Samsung Galaxy Tab S10 FE Price

Samsung Galaxy M16 5G ও Galaxy M06 5G ভারতে এই তারিখে আসছে

আমাজন স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ও গ্যালাক্সি এম০৬ ৫জি-এর লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। ফোন দুটি আগামীকাল, ২৭শে ফেব্রুয়ারি ও দুপুর ১২টায় উন্মোচন করা হবে। এর আগে একটি টিজারে ফোনগুলির পিছনের অংশের স্কেচ ডিজাইন দেখানো হয়েছিল। তার মধ্যে একটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকার ফলে স্মার্টফোনটি গ্যালাক্সি এম১৬ ৫জি বলে আশা করা হচ্ছে।

READ MORE:  প্রথম সেলে সবচেয়ে কম দামে Samsung Galaxy F06 5G, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Samsung Galaxy F06 5G First Sale Today in India
Photo Credit – আমাজন

উল্লেখ্য, পূর্বসূরী এম১৫ ৫জি ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি, ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা অফার করে। এটি ২০২৪ সালের এপ্রিলে ১২,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল, যা ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য।

অন্যদিকে, টিজারে প্রদর্শিত ডুয়াল ক্যামেরা যুক্ত ফোনটি গ্যালাক্সি এম০৬ ৫জি হওয়ার সম্ভাবনা। এটির পূর্বসূরী এম০৫ ফোনটিতে ৫০ মেগাপিক্সেল (মেইন) এবং একটি ২ মেগাপিক্সেল (ডেপ্থ) ক্যামেরা আছে। ডিভাইসটি গত বছরের সেপ্টেম্বরে ভারতে পদার্পণ করেছিল। ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল। নতুন ফোন দুটির ফিচার্স এবার অফিসিয়ালি প্রকাশ হবে বলে ধরে নেওয়া যায়।

READ MORE:  OPPO K12x 5G: পড়ে গেলে ভাঙবে না, বৃষ্টির মধ্যেও ব্যবহার করতে পারবেন, ওপ্পো কে১২এক্স ৫জি সস্তায় কেনার দারুন সুযোগ | OPPO K12x 5G Price and Specification

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.