রাস্তায় নামাজ পড়লে বাতিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স! ইদে যোগীর পুলিশের ফতোয়া
প্রীতি পোদ্দার, লখনউ: এখন চলছে রমজান মাস। আর এই রমজান মাস শেষ হলেই পালিত হবে ঈদ-উল-ফিতর। সারা বিশ্বের মুসলিমরা রমজান মাস নমাজ পাঠ ও রোজা পালনের মধ্যে দিয়ে পালন করেন। তবে এবার এই নমাজ পড়া নিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল যোগী রাজ্য। আর এই নয়া সিদ্ধান্ত নিয়ে রীতিমত উত্তরপ্রদেশের মিরাট (Meerut ) এলাকায় হইচই পড়ে গিয়েছে। আর এই আবহে কেবলমাত্র মিরাট নয়, গোটা উত্তরপ্রদেশ জুড়েই ইদের আগে বাড়তি সতর্কতা জারি করেছে যোগী প্রশাসন।
সম্প্রতি ঈদ-উল-ফিতর এবং রমজানের শেষ শুক্রবারের আগে মেরঠ পুলিশের পক্ষ থেকে ইদ নিয়ে সম্প্রতি এক সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। যেখানে সমস্ত সাধারণ মানুষকে সাবধান করে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাস্তায় নামাজ পড়া যাবে না, এটি আইন বিরুদ্ধ। আর যদি কেউ আইন ভাঙে তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনকি তাঁর পাসপোর্ট তথা ড্রাইভিং লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে। রাজ্যের সমস্ত জায়গায় শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে পুলিশের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য কড়া মনিটরিং চলছে। এবং স্পর্শকাতর এলাকায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করার চিন্তাভাবনা চলছে। ।
মেরঠ পুলিশের সুপারিটেনডেন্ট আয়ুষ সিংহ এই প্রসঙ্গে স্পস্টভাবে জানিয়েছেন যে, ঈদের নামাজ পড়তে গেলে শুধুমাত্র স্থানীয় মসজিদ বা ঈদগাহ-তে পড়তে হবে। রাস্তায় যাতে কোনো ভাবে নামাজ পড়া না হয়। কিন্তু কেউ যদি এই নির্দেশ অমান্য করে রাস্তায় নমাজ পড়ে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে সিনিয়র এসপি বিপিন টাডা জানিয়েছেন, ইতিমধ্যেই সব থানায় স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং এই বিষয় নিয়ে যাঁরা গুজব ছড়ানোর চেষ্টা করবেন কিংবা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’ ইতিমধ্যেই মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে প্রভিন্সিয়াল আর্ম কনস্টাব্যুলারি (PAC) এবং ব়্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দল (RLD) নেতা জয়ন্ত সিং চৌধুরি বলেন, ‘যদি কারও বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগে মামলা দায়ের হয় তবে তাঁদের পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করা হতে পারে। সেক্ষেত্রে কোর্টের এনওসি (NOC) ছাড়া নতুন পাসপোর্ট বানাতেও তাঁদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। আদালত কর্তৃক মামলা থেকে রেহাই না দেওয়া পর্যন্ত ওই নথিগুলি বাজেয়াপ্ত করা থাকবে। তাই সকলের কাছে অনুরোধ এই নিয়ম কঠোর ভাবে পালন করুন।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.