লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রূপে-গুণে দুর্দান্ত, ভারতীয় শিল্পকলা থেকে অনুপ্রাণিত নতুন স্কুটার লঞ্চ করল ভেসপা

Published on:

ইতালির জনপ্রিয় কোম্পানি Vespa ভারতে আরও এক নতুন স্কুটার লঞ্চ করল মঙ্গলবার। বাজারে প্রকাশ হল Vespa 125 রেঞ্জ। একগুচ্ছ আপডেট নিয়ে লঞ্চ হয়েছে এই স্কুটার। এটির চারটি ভ্যারিয়েন্ট বাজারে ছেড়েছে কোম্পানি। এছাড়াও, কোম্পানিটি ভারতের সমৃদ্ধ শিল্পের ঐতিহ্যকে মাথায় রেখে একটি বিশেষ ‘Qala’ ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে। চলুন স্কুটার সম্পর্কিত খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক।

ক্লাসিক ডিজাইন ও মডার্ন ফিচার্স

READ MORE:  ১৫ বছরের পুরনো গাড়িতে পেট্রল-ডিজেল ভরাতে দেবে না সরকার, তাহলে চালাবেন কীভাবে | Delhi Ban Fuel 15 Year Old Vehicles

ক্লাসিক ডিজাইন ও মডার্ন ফিচার্সকে একত্রিত করে স্কুটারের নতুন রূপ হাজির করেছে ভেসপা। উল্লেখ্য, বিশ্বজুড়ে এই কোম্পানি তার আধুনিক ও নান্দনিক ডিজাইনের স্কুটারের জন্য বিখ্যাত। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। স্কুটারের বেস ভ্যারিয়েন্ট সাতটি সিঙ্গেল-টোন শেডে উপলব্ধ : ভার্দে অ্যামাবিলে, রোসো রেড, পার্ল হোয়াইট, নেরো ব্ল্যাক, আজুরো প্রোভেনজা, ব্লু অ্যান্ড পার্ল হোয়াইট এবং অরেঞ্জ অ্যান্ড পার্ল হোয়াইট।

READ MORE:  পেট্রলের বিকল্প হিসাবে বাজারে সুপারহিট, CNG বাইকের বিক্রিতে নজির গড়ল Bajaj

অন্যদিকে, মেহেদী শিল্পকলা দ্বারা অনুপ্রাণিত ‘Qala’ ভ্যারিয়েন্ট সংস্করণটি ভারতের বিভিন্ন স্থানের নকশা প্রদর্শন করে। ভেসপা এস 125 ভ্যারিয়েন্টটি আটটি রঙের বিকল্পে পাওয়া যাবে, যার মধ্যে সোনালী রঙের একটি আকর্ষণীয় “Oro” শেডও রয়েছে। এই রঙটি বিশেষভাবে ভারতের সোনার উপর যে ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা জানাতে ডিজাইন করা হয়েছে।

স্কুটারে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন, যা ৯.৫ হর্সপাওয়ার এবং ১০.১ এনএম টর্ক উৎপন্ন করে। এটির একটি ১৫০ সিসি ইঞ্জিন ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম এখনও প্রকাশ হয়নি। স্কুটারে ফিচার্স পাওয়া যাবে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

READ MORE:  Royal Enfield Classic 650 Launch: রাত পোহালেই লঞ্চ, কেমন দাম হবে রয়্যাল এনফিল্ডের বহু প্রতীক্ষিত Classic 650 বাইকের | Royal Enfield Classic 650 Price

নতুন Vespa 125 স্কুটারের দাম

এই স্কুটারের বেস মডেলের দাম ১.৩২ লাখ টাকা। টেক ফিচার্স সমৃদ্ধ এস মডেলের দাম ১.৯৬ লাখ টাকা। সব মূল্য এক্স-শোরুম।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.