রেল প্রকল্পের জমিজট কাটাতে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের, নবান্নে হল গুরুত্বপূর্ণ বৈঠক

শ্বেতা মিত্র, কলকাতাঃ রেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। আলোচনার অন্যতম বিষয় বস্তু ছিল জমি জট। অনেক সময় অভিযোগ ওঠে, জমি জটের কারণে থমকে গিয়েছে রেলের কাজ। কোথায় সমস্যা, কেন সমস্যা ইত্যাদি বিষয়ে রেলওয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার

জানা গিয়েছে, রেলের কাজ করতে গিয়ে জমি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, রেল কর্তাদের জিজ্ঞাসা করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যার কারণ কিংবা সমাধান সূত্র নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। সর্বোপরি এটা মনে করা হচ্ছে যে জমি জটের কারণে থমকে রেলের কাজ, এহেন অভিযোগ দূর করতে চাইছেন পশ্চিমবঙ্গ সরকার।

READ MORE:  সোমবার পর্যন্ত দুর্যোগের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ?

সমস্যা সমাধান করার জন্য রাজ্য ও রেলের সমন্বয় জরুরি। রাজ্য সচিবের সঙ্গে রেল আধিকারিকদের এই বৈঠক খুবই ইতিবাচক বলে মনে করা হচ্ছে। আলোচনা অনুযায়ী কাজ হলে, অচিরেই অনেক সমস্যা দূর হবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

একাধিক বিষয় নিয়ে আলোচনা

রেলের জমি জট সংক্রান্ত সমস্যার পাশাপাশি মেট্রোর কাজ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। মেট্রোর কাজ করতে গিয়েও জমি জটের সমস্যা দেখা দিয়েছিল বলে অভিযোগ। একইভাবে আন্ডারপাস তৈরি করার ক্ষেত্রেও জমি জটের অভিযোগ নতুন নয়। এই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

READ MORE:  Spoof Calls: ২৪ ঘন্টায় ৯০% কমেছে প্রতারণামূলক কল, বিরাট সাফল্য টেলিকম ডিপার্টমেন্টের | DoT blocked 90% Spoof Calls in with New Spoof Call Prevention System

রেলের কোন জমিগুলি জবরদখল হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গও ওঠে এই বৈঠকে। কেন এইভাবে জমি জবরদখল হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গেও হয় আলোচনা